আমাদের কথা খুঁজে নিন

   

সুশীলদের আংশিক নয় পুর্ণাঙ্গ সুশীল হিসাবে দেখতে চাই।

বাংলাদেশের সুশীল সরকার এবং সুশীল সমাজ আরাকানের জাতি নিধন এবং সাম্প্রদায়িক আক্রমনের শিকার রোহিঙ্গাদের বাঁচার জন্য বা্ংলাদেশে আশ্রয় প্রার্থনার দাবীর প্রতি নিষ্ঠুর আচরন এবং অবজ্ঞা প্রদর্শন করে চলেছেন। সুশীলদের প্রথম সবক মানবিকতা এখানে প্রাধান্য পাচ্ছে না। প্রাধান্য দেয়া হচ্ছে বাংলাদেশের অর্থনীতির, জনসংখ্যার। এমন কি জাতি হিসাবে রোহিঙ্গাদের চরিত্র হননেরও চেষ্টা চলছে। এটা কি জাতি বিদ্বেষ নয়? আরাকানের ঘটনা কি সাম্প্রদায়িক হত্যাযজ্ঞ নয়? সুশীলদের কি উচিৎ নয় সেখানকার মানবেতর পরিস্থিতির সম্মুখীন মানুষদের পাশে দাঁড়ানো? দুঃখের বিষয় বাংলাদেশের সুশীল সমাজের মুখপাত্র প্রথম আলো জোরালো ভাবে রোহিঙ্গা প্রবেশ বন্ধের দাবী জানিয়ে সম্পাদকীয় লিখেছে যেখানে তাদের কাছে আশা করা হয়েছিল বাংলাদেশ সরকারকে তারা দুস্থ রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর পরামর্শ দেবে।

দেখা যাচ্ছে বাংলাদেশের সুশীল সমাজ আসলে একচোখা নীতিতে বিশ্বাসী। ভুলে গেলে চলবেনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনি এবং রাজাকারদের হাত থেকে জীবন বাঁচাতে কোটি মানুষ ভারতে আশ্রয় প্রার্থনা করেছিল এবং তারা ভারত কর্তৃক সাদরে গৃহীত হয়েছিল। আজকে আমরা রোহিঙ্গা প্রবেশ রোধে যে, খোঁড়া যুক্তি দেখাচ্ছি তা সেদিন যদি ভারত দেখাত তাহলে সর্বনাশের পরিনাম আরো কতো ভয়াবহ হতো? আমি বুঝতে পারছিনা মানবিক আবেদন কেন আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে না। এটা হতাশা জনক। আসুন সবাই মিলে প্রথমে রোহিঙ্গাদের বাঁচার দাবীকে প্রাধান্য দেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.