আয়তো দেখি আয় আয়,
যাবো মোরা দূরের গায়!
গাছ গাছালির শিতল ছাঁয়।
আয়তো দেখি আয় আয়।
মাঠের মাঝের তালপুকুরে,
কাটবে দুপুর মাছ ধরে।
চঁড়ইভাতি হবে আয়েশ করে,
কানামাছি খেলে ফিরব ঘরে।
শহরে দম আঁটকে আসে,
প্রতিমুহুর্তে বন্দি কংক্রিটের খাঁচে।
মানুষ পরিণত প্রযুক্তির দাসে,
এখানে কি শৈশব বাঁচে?
পড়াশুনার নামে মগজ ধোলাই,
নিয়ে নেয় সময় বারো আনাই।
বাকি সময়ে খেলাধুলা নাই,
বন্ধু ব্যালকনির ওপারে আকাশটাই।
আয়তো দেখি আয় আয়,
মেঠো পথে মন হারাতে চায়।
সুজন মাঝির ডিঙ্গি নায়,
আয়তো দেখি আয় আয়। আয়তো দেখি আয় আয়,
যাবো মোরা দূরের গায়!
গাছ গাছালির শিতল ছাঁয়।
আয়তো দেখি আয় আয়।
মাঠের মাঝের তালপুকুরে,
কাটবে দুপুর মাছ ধরে।
চঁড়ইভাতি হবে আয়েশ করে,
কানামাছি খেলে ফিরব ঘরে।
শহরে দম আঁটকে আসে,
প্রতিমুহুর্তে বন্দি কংক্রিটের খাঁচে।
মানুষ পরিণত প্রযুক্তির দাসে,
এখানে কি শৈশব বাঁচে?
পড়াশুনার নামে মগজ ধোলাই,
নিয়ে নেয় সময় বারো আনাই।
বাকি সময়ে খেলাধুলা নাই,
বন্ধু ব্যালকনির ওপারে আকাশটাই।
আয়তো দেখি আয় আয়,
মেঠো পথে মন হারাতে চায়।
সুজন মাঝির ডিঙ্গি নায়,
আয়তো দেখি আয় আয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।