আমাদের কথা খুঁজে নিন

   

শৈশব

|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|

রেললাইনে কয়েন ফেলে চেপ্টা করা খেলা নাটাইয়ের শৈল্পিক ব্যবহার, ঘুড়ির ক্ষুরধার কোপ রাবারের চাকা লাটির চুমোয় চুমোয় ঘুরে শহরময় গুলির গায়ে ডাংয়ের নান্দনিক চড়, পাশের ঝোপ জুড়ে পাখির ডিম-বাচ্চা-সংসারের খবর, পাড়া মাথায় তুলে মিছিল মিছিল খেলা। দেয় সাড়া এ জীবন আপন আনায় আপনাকে হারায়, কাগজের নৌকা, শাপলা ফুল, একটি পাখি-পাখা তৈরি শেখা তাল পাতার বল, নারকেলের বাঁশি, চশমা, ঘড়ি একটুরো কাগজে একটি ফুল-ফল-পাখি আঁকা ঘরের কোলে মরিচের চারা, সকাল বিকাল পানি দাদার কন্ঠে শোনা দরদে ভরা গান খানি নিজের অজান্তেই গেয়ে উঠে প্রাণ, নারা ক্ষেতে শুয়ে মটরের স্বাদ, বাচুরের পিঠে চড়ার বাতুলতা কোচর ভরা মালঞ্চ শিয়ালমুতি থানকুনি ভাইত্যা কানমলা কিনতে যাওয়ার অপূর্ব রসিকতা ভোরে বড়ই কুড়ানোর সুখ, একটি পাকা আম দেয়ালে লেখা ইটের কনায় নিজের নাম এক কোচর ধান, একটি আইসক্রিম, মাঠা মুরালি ডিমের বিনিময়ে চানাচুর সনপাপড়ি চালতার আচার, একটি বোতলে একটুরো চিট সোয়াসের চাল সমান একটি ডুগডুগি গাড়ি আমড়া জলপাই তেঁতুল বরই আমলকি কাঁচা কলায় চুনের মন্ত্র, গাব তুষে ঢাকি কুয়াশায় ঢাকা ভোরে শিউলীর নকশী কাঁথা মানিকে মানিকে মাঠে মেতেছে তৃণাগ্রছূড়া আঁচলে বকুল হিজল সোনালু জারুল খেঁজুরের একফোঁটা রস হুরিহাতে স্বগর্সূরা মুর্তার মধু গোলা পিঠা খুদভাজা মিষ্টি আলু পেঁপের নালার নলকূপ ভোর থেকে চালু দোয়েলের শীষ, কোয়েলের গান, চুড়ুই সংসার ডাহুকের পদাঙ্ক, পেঁচার হাড় হীম করা ডাক চিলের নখে ঝুলে থাকা হাঁসের চানা আর খোয়াড়ের ডিম চুরিতে ব্যস্ত চোরা কাক সুতা ছিঁড়ে আসা ঘুড়ির পেছনে পেছনে ছুটছে শৈশব জেনে অজান্তে গোপনে গোপনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।