আমাদের কথা খুঁজে নিন

   

শৈশব

আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে! আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প; কড়া নেড়ে গেছি ভুল দরজায়!

সে এক উথাল-পাথাল দূরন্ত কাল! সূর্য ডুবে যেত, শেষ হতনা বিকাল!! সারাদিন ছোটাছুটি, ছিলনা পিছুটান; রাত নেমে এল, তবেই ঘরে ফিরতাম। সকালে উঠেই শুরু আবার ছোটাছুটি; পুকুরে ঝাপ দিয়ে, করতাম হুদোপুঁটি। ঢং ঢং ঘন্টা পড়লে, দে ছুট; এক ছুটে বাড়ি ব্যাগ বই ঘরে ফেলে, মাঠে যেতাম তাড়াতাড়ি। তারপর - - -- --- ----- আবার সেই ছোটাছুটি, পুরোটা বিকাল! সে এক উথাল-পাথাল দূরন্ত কাল!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।