আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যয়

পাগলামী ধ্বংস নয়,নয় প্রলয় ঘৃণা নয় ,নয় মিথ্যা অহংকার যা বহমান মানবিকতায়,বুনন এঁকে যাওয়া সুস্থির আকাঙ্ক্ষা তাই; বিস্তার হোক স্মৃতি চিহ্ন ভালবাসা হোক অমিয় শক্তি তবেইতো আমার-তোমার মুক্তি। না ঘৃণা,না জীঘাংসা প্রত্যয় হোক আপোষহীন; যার পৃথিবী তার থাক ঠিক ঠিক নিপাত যাক হীনমন্যতা জেগে উঠুক সব প্রাণ,এক সুর- এক টান। অবারিত সাফল্যের বান ডাকবে জোয়ার নীচুতা-হীনতা পালাবার স্থানটুকু পাবে না খুঁজে অঙ্গীকার হৃদয় নিয়ে পথ চলা সম্মুখ পাণে; আদিগন্ত সীমানাটা খুঁজে নেবে ঠিক ঠিক বৈপরীত্যের উল্টো পথে মানবতার বিজয় উল্লাসে জয়তু স্বপ্নীল প্রত্যয়ী অপেক্ষা।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।