থেমে থাকার সুযোগ কোথায় ? দেখা হয় নি অনেক কিছু ! পথে তো নামতেই হবে ; কারণ পথ যেমনই হোক, পথে নামলে পথই গন্তব্যে পৌছে দিবে ।। এই প্রত্যাশায়- আবারো হারিয়ে যাওয়া পুরোনো পথে নতুন করে অভিযাত্রা... জানি আসবে পদে পদে বাধা, ভয়-ভীতি তুচ্ছ করে চলতে হবে অকুতোভয় । জানি আসবে চিন্তা মনে ,পাছে লোকে কিছু বলে । তবুও জেন যেতে হবে তোমায় বহুদূর, দুর্গম পথের পাথেয় , শপথ তোমায় নিলাম সঙ্গী করে । যেতে পারি যেন তোমার আঙ্গিনায়... ওহে অশ্রুর প্রতিক, আশির্বাদ করো আমায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।