আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যয়

স্বাধীনতায় কথা বলি নিজের মত চলি সত্য কে মিথ্যাকে মিশিয়ে নয় অন্যের শেখানো বুলি আওরিয়ে নয় নয় কোন বশ্যতায় প্রতারকের ছলা কলায়; রক্ত দিয়ে পেয়েছি রক্তের সাথে বেইমানি করতে নয় | পৃথিবীকে দেখি না এখনো সুবিধাবাদীদের দেওয়া কোন রঙ্গিন চশমায় | দরকার হয় ফুল দিতে যাবো না বিনম্র শ্রদ্ধায়, তবু দাড়াবো না সেজে গুঁজে প্রভাত ফেরির লাইনে টিভি ক্যামেরায় আশায়; শাটারের সার্ট সার্ট শব্দের সামনে পুষ্পমাল্য হাতে অনন্তকাল মুখে হাসি ধরে শ্রদ্ধা জানিয়ে নিজেকে দেখতে চাইবো না পত্রিকার পাতায় | কোন রাজনৈতিক স্লোগানে নয়, নয় কোন সুবিধাবাদীদের ব্যানারে, যদি যায় তোমার কাছে যাবো ভালোবাসা নিয়ে; যেমন গিয়েছিলাম জীবনের প্রথম প্রভাতে অবুঝ শিশু নগ্ন পা রেখেছিলো শ্রদ্ধা কি না বুঝেই রুহ্ম পিচ পাথরে মোড়ানো পথে | এখন অবুঝ নই, বুঝি তোমার রক্তের রিন বেড়েছে সহস্র গুনে; তুমি সোপিচ হয়ে যাচ্ছো একটু একটু করে বড় বড় প্রতারকের বড় বড় কথায় তাদের সব বানিজ্য সভায় | তবে এখনো স্বাধীনতায় কথা বলি এখনো নিজের মত চলি সত্য মিথ্যার ভেদাভেদ বুঝি প্রতারিত হয়ে কেঁদে উঠি ; বশ্যতাকে ঘৃণা করি | লোকদেখানো ফুল হাতে নয়, নয় কোন রাজনৈতিক স্লোগানে সুবিধাবাদীদের ব্যানারে; যদি যায় তোমার কাছে যাবো ভালোবাসা নিয়ে; অস্তিত্ব থেকে বিনম্র শ্রদ্ধা জানাতে |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।