টি এম মুর্শেদ মুকুল জীবন আজ অন্য পথের সাথে মিলিত হবে । এতদিন একটি বিন্দুতেই জীবনের অবস্থান ছিল । আজ বিন্দু থেকে বিসর্গে রুপান্তরিত হওয়ার সময় এসেছে । সুভাশিত আয়েশী জীবন পরিহার করে ধূলিকণা মিশ্রিত পরিবেশে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ যারা পৃথিবীটাকে রাঙিয়ে দেওয়ার জন্য অনবরত উচ্চবিত্তের অমানবিক অসহায়ত্বের যাতাকলে পিষ্ট হয়েও বিন্দুমাত্র প্রতিবাদের ভাষা ব্যবহার করতে পারে না, তাদের জন্য একটু ভাবার সময় এসেছে । এই অসহায়, নিপিড়ীত ও নিষ্পেষিত লোকারণ্যে সেইসব নিপিড়ীত ও দারিদ্রের যাতাকলে পিষ্ট সহায় সম্বলহীন মানুষের পাশে দাড়ানোর জন্যই 'প্রত্যয় ' এর যাত্রা শুরু ।
এজন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । একটি বাহুল্য দোষ আমাদের সকলের সত্তায় বাস করে । তা হল কোনটা ন্যায় কোনটা অন্যায় তা বোঝার পরও আমাদের মন বিন্দুমাত্র প্রভাবিত হয় না । এই অন্যায়ের আধিপত্যের যুগে আমরা সবাই আমাদের নিজস্ব সত্তার কাছে হার মানছি । এটি কিন্তু আমরা সবাই বুঝতে পারছি ।
তবুও আমরা এই বৈপরিত্যকে পরিহার করতে পারছি না । কেননা এর পিছনে একটি বিষয় বিশেষভাবে জড়িত । তা হল জীবিকা । এটাকে স্বার্থ হিসেবেও বিবেচনা করা যায় । কিন্তু সেটি নেহাত্ অমানবিকতার মধ্যে পড়ে ।
তবে আমাদের জীবন ও জীবিকা তখনই স্বার্থক হবে যখন আমরা অসহায় ও দরিদ্র মানুষের জন্য কিছুটা হলেও সহযোগিতা করব । এ জন্যই 'আলোকিত মানুষ হতে চাই, আলোকিত মানুষ গড়তে চাই' এই মূলমন্ত্র নিয়ে ২০১০ সালের ২০শে নভেম্বর প্রত্যয় ফাউন্ডেশন এর যাত্রা শুরু । সপ্ন অনেক বড় কিন্তু সিঁড়িগুলো আকাশচুম্বী । তাই প্রতিটি সিঁড়ি একটি স্বপ্ন । প্রাথমিকভাবে ৩টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে আমাদের কার্যক্রমঃ মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করে অন্যদের অন্যদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করা, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃক্ষরোপন অভিযান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিটি স্কুলে মাসিক অভিবাবক সমাবেশ, দৈনিক শিক্ষক সমাবেশ প্রভৃতি ।
এছাড়া বাস্তবায়নের অপেক্ষায় দুটি নৈশ বিদ্যালয় একটি আধুনিক পাঠাগার (যেখানে থাকবে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা অন্যান্য সেবামূলক কাজ) । প্রাথমিক ভাবে এর সদস্যসংখ্যা ছিল ১২ জন । সৃষ্টিকর্তার অশেষ রহমতে বর্তমানে প্রত্যয় ফাউন্ডেশন এর সদস্যসংখ্যা ২০ জন । আমরা যেন আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি এজন্য সকলের দোয়া কামনা করছি । দেশকে ভালবাসুন, দেশের মানুষের সাহায্যার্থে এগিয়ে আসুন ____টি এম মুর্শেদ মুকুল-সাধারন সম্পাদক-প্রত্যয় ফাউন্ডেশন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।