হঠাৎ করে মনের মাঝে ঊঁকি দিলো কতকিছু করার দরকার ছিলো জীবনে, কিন্তু করা হয়ে ঊঠেনি, কাঊকে চিৎকার করে বলতে পারিনাই ভালবাসি, ভালবাসি, সত্যিতো তাই, আসলে ভালইবাসতে পারিনি কাঊকে, হারিয়ে যেতে পারিনাই প্রেমের গহীন গহবরে, পারিনাই প্রেমময় চুমুতে চুমুতে ভরিয়ে দিতে কাউকে, আর কি করা দরকার ছিলো, পিচ্চিকালে মনে করতাম অনেক কিছু এখন বাদ দিলো পরে করব, পরে পরে করতে করতে এখন মন হচ্ছে সবকিছু বাদ থেকে যাচ্ছে, পরে মানে সেইঠা আর করা হয়ে ঊঠেনা, কখনইনা। এককালে স্বপ্ন দেখতাম,অনেক অনেক স্বপ্ন দেখতাম, নিজের জন্যে এটা করব, ওটা করব, দেশের জন্য করব, সমাজের জন্য করব, কিন্তু ইচ্ছা গুলো মরে যাচ্ছে, জাগিয়ে রাখতে চাই ইচ্ছেগুলো, ষাট বছরের বুড়া হয়ে গেলেও প্রেম না করে বিয়ে করতে চাইনা, আর হ্যা নিজের জন্যই যতই অনেক কিছু করি, দেশের জন্য তার চেয়ে বেশি করতে চাই ,কি আছেন তো আপনারা সাথে ?????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।