আজ নব আনন্দে দীপ্ত প্রত্যয়ে অনুভূতি ব্যক্ত করার যে জগতে প্রবেশ করলাম তা সত্যি আমার জন্য রোমাঞ্চকর , কেননা একজন নারী হিসেবে পারিবারিক সীমাবদ্ধতা ও সামাজিক প্রতিকুলতা এড়িয়ে আজ আমি ব্লগে নিবন্ধন করেছি এটা আমার নাম নয় , এটা আমার সত্তা ,আমার অনুভুতি,আমার জগত। আমি অনেক স্বপ্ন দেখেছি ,যেখানে নিজেকে কলম হাতে দেখেছি ,কিন্তু ভাবতাম কখন সে দিন আসবে ,ভাবনা ও চিন্তার মাঝেও নিজেকে সমুন্নত রেখেছি ,শুধু ভবিষ্যতের প্রত্যয়ে।যুক্তি ও মতবাদের দ্বন্দ্ব যেখানেই বিতর্কের সৃষ্টী করেছে সেখানেই নিজের সত্তাকে রুপায়িত করেছি নবরুপে।সেই কৈশোর থেকে আজ অবধি যত বসন্ত আমার জীবনে অতিবাহিত হয়েছে তা ছিল যুক্তি ও তর্কের এবং দ্বিধা দ্বন্ধের কখনো বা চাতক পাখীর মত । অনেক প্রত্যয় ও প্রত্যাশা নিয়ে আজ আমি আমার কলম চালনা শুরু করেছি , আপনাদের সহযোগীতা ও গঠন মূলক সমালোচনা এবং তথ্য বহুল লেখনি আমার চলার পথে অনুপ্রেরনা । ্
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।