আমাদের কথা খুঁজে নিন

   

ইমরানের চোখে গুলি করেছে ৭১ এর মিত্ররা।

প্রত্যাশাই জীবন, বিবেক বাধা, আর বিভ্রান্তিই গতি সঞ্ছারক। হোক সে গতি পশ্চাৎমুখী কিংবা অভিমুখী। এই গতিতেই রয়েছে প্রত্যাশা, হয়ত ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী ইমরানের বয়স ২৪। আমাদের অনেকের সমবয়সী। ওরা ইমরানকে মেরে ফেলেছে, ওরা আর কেউ নয়, ওরা আমাদের বন্ধু, ১৯৭১ এর পরম বন্ধু।

হ্যাঁ আমি ভারতের কথা বলছি। ওরা আজ ইমরানকে মেরে ফেলেছে। ওরা ইমরানের চোখে গুলি করেছে। গত ১২ জুন মেরেছে আরো ২ বাংলাদেশীকে। আমার মনে হয়না মৃত্যুদণ্ড পাওয়ার মত অপরাধ তারা করেছে।

ফেলানির কথা আমি ভুলিনি। আমারা শোষিত হচ্ছি। স্বাধীনতার পূর্বে শোষণ করেছে পাকিস্তানী *ত্তা , আর এখন শোষণ করছে ভারতীয় কু*া। ১৯৭১ এর পাকি জানুয়ারদের নির্যাতনের বর্ণনা যখনি পড়েছি আমার প্রচণ্ড কান্না পেয়েছে। আবার পরক্ষনেই শরীরের সমস্ত শক্তি যেন বাহুতে চলে এসেছে, আর শরীরের সমস্ত রক্ত যেন টগবগ করে ফুটেছে, মনে হয়েছে এই মুহূর্তে যদি ওদের কোন একজনকে পেতাম! সবচাইতে নিষ্ঠুরতম উপায়ে তাকে হত্যা করতাম।

ওদের রক্ত কোন বীর মুক্তিযোদ্ধার পায়ের তলায় ঢেলে দিতাম, রায়েরবাজার যেখানে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ওরা, সেখানে ছিটিয়ে দিতাম কিছু রক্ত, যাতে শহীদের রক্তের তৃষ্ণা মিটে যেত। আবারও যখন দেখি স্বাধীনতার মিত্র শক্তি ভারত আমাদের ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে তখন ইচ্ছা করে মিত্রতাকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখি, হত্যা করি সেই পশুদের আর রক্ত ঢেলে দেই ফেলানীর কবরে। ঠিক তার পায়ের কাছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.