আমাদের কথা খুঁজে নিন

   

ইমরানের কয়েকটি মজার ধাঁ ধাঁ (উত্তর চাই)

I Love to Win.

১. ঝাপড়ি ঝাপড়ি গাছটি, ফল ধরে বারটি, পাকলে হয় একটি. ২. স্বামী-স্ত্রী এক সঙ্গে আছেন বসিয়া স্বামীকে করিল সালাম একজন আসিয়া, স্ত্রী তাহারে উঠে গিয়ে করিল সালাম এই জন কার কে করেন অনুমান। ৩. দুই অক্ষরে নাম তার, পৃথিবীতে থাকে শেষের অক্ষর বাদ দিলে, সেই নামে ডাকে। ৪. তিন অক্ষরে নাম তার, ঘরের ভিতর রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়, শেষের অক্ষর বাদ দিলে পোকা তারে কয়, মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়। ৫. তিনটি লোক রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। পাশেই একটি মেয়ে একটি বাচ্চা ছেলেকে গোছল করাচ্ছিল।

তিনটি লোকের মধ্যে প্রথম ব্যক্তিটি মন্তব্য করল, ছেলেটি মেয়েটির সন্তান হয়। দ্বিতীয় ব্যক্তিটি মন্তব্য করল, ছেলেটি মেয়েটির ভাই হয়। তৃতীয় ব্যক্তিটি মন্তব্য করল, ছেলেটি মেয়েটির ভাগনে হয়। মেয়েটি তাদের কথা শুনে প্রতি উত্তর করল- যা ভাবছেন তা না, ছেলেটা আমার না, ছেলের বাবা যার শ্বশুড় তার বাবা আমার শ্বশুড়। আজ এ পর্যন্তই।

পরে আরো দেয়া হবে। ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.