I Love to Win.
"মধুর ডিজিটাল বাথরুম"
যদু আর মধু দুই বন্ধু। তাদের দুইজনের বাসা রাস্তার এপার ওপার। একবার তারা একটি প্রোগ্রামের দাওয়াত পেল। প্রোগ্রামের সময় হচ্ছে শুক্রবার সকাল ১০টা। মধুর বাসা থেকে প্রোগ্রামের স্থানে যেতে মাত্র ৫-৬ মিনিটের রাস্তা।
প্রোগ্রামের দিন যদু ঘুম থেকে উঠল সকাল ৯টা বাজে। ঘুম থেকে উঠে আয়নার সামনে দাড়িয়ে যদু দেখল তার মুখ ভর্তি খোচা খোচা দাড়ি। ভাবছে সেভ করা দরকার। দাঁত ব্রাশ করে সেভ করার জন্য তৈরি হলো তখন বাজে সকাল ৯টা ১৫মিনিট। সেভ করে বাখরুম থেকে বেরিয়ে দেখল ৯টা ৩৫ বাজে।
চিন্তা করছে গোসল করার সময় হবে কিনা। তারপর ভাবল না গোসল করবে না । সময় হবেনা। তাই পোষাক পড়ে রওনা হলো মধুর বাসায় যাবে। তো মধুর বাসায় গিয়ে দেখল মধু গোসল করার জন্য প্রস্তুত।
যদু জিজ্ঞেস করল "কিরে তুই এখন গোসল করতে যাচিছস" হাতে সময় আছে মাত্র বিশ মিনিট। মধু বলল, তো কি হয়েছে। আমার ডিজিটাল বাথরুম, গোসল করতে মাত্র ৫ মিনিট লাগে। তা তুই গোসল করে এসেছিস। যদু বলল, না।
তাহলে আমি ৫ মিনিটে বের হচ্ছি তুই গোসল করার জন্য তৈরী হয়ে নে। যদু তৈরী হতে থাকল, এমন সময় মধুর এক বান্ধবী আসলো মধুর বাসায়, সে ও প্রোগ্রামে যাবে তাদের সাথে। মধু ৫ মিনিটে গোসল করে বের হল। তারপর যদু কে ইন্সট্রাকশান দিল, বলল, বাথরুমে মোট ৭টি বাটন আছে। প্রথম বাটন টি চাপলে তোর জামা কাপড় খোলে দিবে।
দ্বিতীয় বাটন টি চাপলে তোর গায়ে পানি ঢ়েলে দিবে। তৃতীয় বাটন টি চাপলে তোর গায়ে সাবান মেখে তোর গা ওয়ার করে দিবে। চতুর্খ বাটন টি চাপলে আবার পানি ঢ়েলে তোর গা ধুয়ে দিবে। পঞ্চম বাটন টি চাপলে তোর গা মুছে দিবে। ষষ্ঠ বাটন টি চাপলে তোর জামা কাপড় পড়িয়ে দিবে।
আর সর্বশেষ সপ্তম বাটন টি চাপলে তোকে পি এল দিয়ে বাথরুম থেকে বের করে দিবে। বুঝেছিস তো, এবার যা। তো যদূ বাথরুমে ঢুকল, ঢুকে প্রথম বাটন টি চাপ দিল আর সঙ্গে সঙ্গে যদুর পড়নের কাপড় খুলে নিয়ে গেল। সাথে সাথে যদুর মাথায় বুদ্ধি এলো যে, মধু গোসল করেছে ৫ মিনিটে আর আমি করব মাত্র দুই মিনিটে। তারপর সে কি করল জানেন, সে সরাসরি ৭ নাম্বার বাটনটি চাপ দিল।
এরপর কি হলো বুঝতেই পারছেন। কি ? বুঝতে পারেন নি। ৭ নাম্বার বাটন চাপ দেওয়ার সাথে সাথে যদুকে পি এল দিয়ে বের করে দেওয়া হলো। তারপর.......................................................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।