আমাদের কথা খুঁজে নিন

   

ইমরানের কয়েকটি মজার ধাঁ ধাঁ (উত্তর চাই)-২

I Love to Win.

১. বাটির ওপর বাটি, তারেই আমরা চাটি। ২. তিন অক্ষরে নাম তার, জলে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে, আকাশে উড়তে পারে। ৩. শুইতে গেলে দিতে হয়, না দিলে কাদতে হয়। ৪. বাজারে গিয়ে দেখি, আজব এক জিনিস আট পা, দুই হাটু, পিঠে তার লেজ। ৫. বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে পানিতে ছেড়ে দিলে, শোলা হয়ে ভাসে। ৬. এক হাত গাছটা, ফল ধরে পাঁচটা। ৭. নামে আছে কামে নাই, কিনতে গেলে দাম নাই। ৮. উপরে কাটা, ভিতরে আঠা। ৯. আমি থাকি ডালে, তুমি থাক খালে তোমার আমার দেখা হবে, মরনের কালে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.