ভারতের রাজনীতিতে আম আদমি পার্টির উত্থানের পর এবার নিউজিল্যান্ডে গঠিত হয়েছে ‘ইন্টারনেট পার্টি’। এ দল গঠন করেছেন ফাইল শেয়ারিং সাইট মেগা আপলোডের প্রতিষ্ঠাতা কিম ডটকম।
ইন্টারনেট পার্টি নিয়ে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে লড়ার ঘোষণাও দিয়েছেন ইন্টারনেট টাইকুন কিম ডটকম। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
২০১২ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ফাইল শেয়ারিং সাইট ‘মেগা আপলোড’ বন্ধ করে দেওয়ার পর আলোচনায় আসেন কিম।
ফাইল শেয়ারিং সার্ভিস মেগা আপলোডে অবৈধ ফাইল রাখার দায়ে কিম ডটকম গ্রেপ্তার হয়েছিলেন এবং সাইটটি বন্ধ করে দিয়েছিল যুক্তরা। অবশ্য ২০১৩ সালেই আবার ‘মেগা’ নামে নতুন আরেকটি ক্লাউডভিত্তিক সেবা চালু করেন ইন্টারনেটভিত্তিক ওয়েবসাইটের উদ্যোক্তা কিম ডটকম।
ইন্টারনেট পার্টি তৈরি প্রসঙ্গে কিম ডটকম জানিয়েছেন, ‘ইন্টারনেট ও প্রযুক্তি ক্ষেত্রে স্বাধীনতার আন্দোলন এবং ব্যক্তিগত নিরাপত্তা ও রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতেই এই রাজনৈতিক দল তৈরি করেছেন তিনি। ’
যুক্তরাষ্ট্রে কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে ডিজিটাল অধিকারের স্বার্থে আইনি লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন কিম।
নিউজিল্যান্ডের পার্লামেন্টে স্থান করে নিতে জলে কিম ডটকমের ইন্টারনেট পার্টিকে একটি ইলেক্টোরাল আসন পেতে হবে বা কমপক্ষে পাঁচ শতাংশ ভোট পেতে হবে। অবশ্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বাধার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন কিম।
কিম ডটকম জানিয়েছেন, তাঁর দল নির্বাচনে জিতলে কম খরচে দ্রুতগতির ইন্টারনেট, প্রযুক্তি সুবিধার চাকরি, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে।
এ ছাড়াও নিউজিল্যান্ডে নিরাপদ, সুরক্ষিত ও এনক্রিপশন প্রযুক্তির ডিজিটাল মুদ্রা ব্যবস্থা প্রচলন করারও অঙ্গীকার করেছেন কিম।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে নিজের ম্যানসনে ২০১২ সালের জানুয়ারিতে সশস্ত্র অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল কিম ডটকমকে।
তাঁর মেগা আপলোড সাইটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি সমস্ত লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছিল।
পরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কী ভুল গোয়েন্দা তথ্যের কারণে কিমকে হয়রানি ও গ্রেপ্তারের জন্য ক্ষমা চান।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।