নিতান্তই একজন জুনিয়র ব্লগার। ""ইমরান এইচ সরকার নাকি হেফাজতের কর্মীদের উদ্দেশ করে বলেছেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) তো কাফেরদের সঙ্গেও আলোচনা করেছেন। কিন্তু আপনাদের হুজুর আমাদেরকে ভুল বুঝে আমাদের সঙ্গে আলোচনা করতে রাজি হচ্ছেন না। আপনাদের হুজুরকে গিয়ে বলবেন। আমরাও মুসলমান।
আমরা ওনার সঙ্গে আলোচনা করে ভুল ভাঙাতে চাই। উনি যাতে আমাদের সেই সুযোগ দেন। ""
আমি বলি কি, তাহলে তো ভালোই হয়, ইমরান তাইলে ইসলামবিদ্বেষীদের শাস্তির দাবীতে ৬ তারিখ দলবল নিয়া লংমার্চে যোগ দিয়ে ইসলামবিদ্বেষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী তুলুক... সাহাবাগের মতো গলা ফাটাইয়া অন্তত এমন একটা শ্লোগান দিক...
আ-তে আসিফ মহিউদ্দিন, তুই ধর্মদ্রোহী তুই ধর্মদ্রোহী। ।
এবং আসিফ মহিউদ্দিনের মতো যারা আছোছ, তোরা সব ধর্মদ্রোহী।
।
৯০% মুসলিমদের বাংলাদেশে ধর্মদ্রোহীদের ঠাই নাই। ।
তাহলেই তো হুজুরদের কাছে তাদের অবস্থান অনেকখানি পরিস্কার হয়ে যায়, তাদের প্রতি হুজুরদের আস্থাও অনেকখানি ফিরা আসে...। ।
আর আমার ধারনা তারপর যদি তারা জামাত নিষিদ্ধের দাবীতে হুজুরদের সাথে আলোচনায় বসতে চাইতো, হুজুররা তখন তাদেরকে নিরাশ করতো না।
কিন্তু এখন কথা হলো,, ইমরানের কি এই কাজগুলা করার মতো সৎ সাহস আছে?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।