আমাদের কথা খুঁজে নিন

   

রমযান কি ?

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । দুই বন্ধুতে কথা হচ্ছে ..... রমযানে রোযা কেন রাখা হয় ? যাতে আমরা অন্যের ক্ষুধার কষ্ট বুঝতে পারি । তাহলে যে খেতে পারে তাকে খাওয়াইয়ে উপোস থাকেন না কেন ? তবেই না বুঝতাম যে আপনার অভুক্ততা অন্যের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে ! না, ধর্মে আমরা সবাই সমান । ধনী-গরীব সবাইকে রোযা রাখতে হবে । একজন খাবে আর অন্যজন খাবে না তা হবে না ।

সবাইকেই না খেয়ে থাকতে হবে । তাহলে যে এমনিতেই খেতে পারে না..... তাকে কি সন্মাণিত করা হচ্ছে বোঝাচ্ছেন নাকি তার সাথে তামাশা করা হচ্ছে ? না, এতে কম খাওয়াকে উৎসাহিত করা হচ্ছে । কিন্তু রমযানে মানুষ যা খরচ করে তা’ত বাকী বারো মাসের খরচের কাছাকাছি পরিমানের হয় ? আর যারা অভুক্ত থাকে তারা’ত অভুক্তই থেকে যায় । হ্যা, এটা ঠিক যে মানুষ রমযানে খরচ আরো বেশি করে, দরিদ্ররা দারিদ্রতা হতে মুক্তি পায় না । তাহলে বোঝা যায়... রমযান থেকে এক শ্রেনীর ব্যবসায়ীরা ছাড়া আর কারো উপকৃত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম ।

এটা বর্তমানে ব্যবসায়ীদের জন্য ব্যবসার উপলক্ষ ছাড়া অন্য কিছুই নয় । এক শ্রেনীর ধর্ম ব্যবসায়ীরা ও টুপাইস কামানোর সুযোগ পায় । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।