আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণমালার মিছিল

আমি বাংলার...। (প্রায়ত কবি শামসুর রহমান স্মরণে) দুক্ষিনি বর্ণমালার মিছিলে মিলিয়ে গেলাম আমি। ওরা ক্ষুধার্ত হাতে ভঙ্গা থালা। পড়েনি একটা পয়সা অথবা এক টুকরো খাবার। অন্ধ একজন ঝনাত্‌ শব্দে হাত বাড়ায়- খুজেঁ ফিরে বৃত্তের তলদেশ- শুন্য শুধুই শুন্য।

ইদানিং কান দুটোও তার অবিশ্বাসী হয়ে উঠেছে। যা দিয়ে ও শুনেছে এতদিন- স্বতীর্থ দুক্ষিনি বর্ণমালার আর্ত্মনাদ মিছিল শেষে- কার কাছে জানাবে আবেদন। অবশেষে মিছিল বাঁক নেয়- পিঁপড়ের সারির মত। কে শুনবে- তোমার দুক্ষিনি বর্ণমালার আর্ত্মনাদ। মৃত্যু যুদ্ধে পরাজিত সৈনিক জীবণ যুদ্ধে বিজয়ী বীর।

তুমি নেই বলে- পাখির কন্ঠে সুর উঠে না আর- প্রকৃতি নিথর নিস্তব্ধ অসার। আকাশের নীল ফ্যাকাশে হয়ে গেছে। স্থীর নদীর স্রোত। মাঠের কঁচি সবুজে দাঁড়িয়ে পশুর দল উদ্ভট উন্মুখ। তবুও তুমি রয়ে গেছো শ্রমিকের নিরপরাধ ঘুমের মাঝে সারাদিনের প্রচন্ড কাজের ফাঁকে।

কৃষকের ঝরা ঘামে, প্রেমিকের চুম্বনে, বেঁচে রবে তুমি- দুক্ষিনি বর্ণমালার উত্তাল মিছিলে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।