আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণমালার কবিতা

ফুল, প্রভাত ফেরি শান্ত-সমাহিত সারি সারি কবরের পাশে হেটে যেতে তোমার বুকে শিহরণ জাগে! লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত তুমি নও আমি জানি আধারের বুক চিরে নতুন সূর্য । সেতো অধিকারের। চেতনায়, সংগ্রামে. শানিত বীর্যে। মায়ের কথা মনে পড়ছে, না? মা, চেয়ে দেখো কালো ব্যাজে-পতাকায় লাখো মানুষের ঢল! কই এখানে তো বিভেদ নেই, ধ্বংসের কথা নেই! তুমি, তোমরা লাখো মানুষের ভিড়ে অতি সাধারণ! ভুলে গেছ? ঠিক আমারই মতন? এখনো জাগো কাছে এস, কাঁধে রাখো হাত। তোমরা কি বিস্মৃত! দেখনি আমরা কেমনে বারবার জন্ম নিয়েছি সালাম, বরকত, রফিক, জব্বার রাজপথে, হায়েনার ছোবলে মরেছি বারবার! আজো হায়েনার ধারালো নখর অস্থির চারিদিক।

কতবার ভাঙ্গবে তোমরা আমার মনের মিনার? বুকে ধারণ করেছি বর্ণমালা, মুড়েছি লাল-সবুজে। এক এক করে খুঁজে নেব প্রথম সুযোগে। পুনশ্চ: কবিতাটি পড়ে বড় ভাই কবি রেজা রহমান জানতে চাইলেন, হায়েনা শব্দটি সামান্য হয়ে যায়। (ব্যক্তিগতভাবে আমার মনে হয় , হায়েনা নিষ্ঠুরতার খুব ভালো প্রতীক না । আসলে কোন বন্যপ্রাণীই মানুষের মতন এত বেশি নিষ্ঠুর হতেই পারেনা ।

তাছাড়া স্যাডিস্ট হয় মানুষই । কোন বন্যপ্রাণীর মধ্যে আজ অব্ধি স্যাডিজম আবিষ্কার করতে পারেনি বিজ্ঞান । পাশবিক বলে কাউকে গাল দেয়া বা অভিযুক্ত করা তো পুরোপুরি অর্থহীন আর হাস্যকর-----------) ৭১ এর দেশ বিরোধী অপ-শক্তি, ধর্মান্ধ, উগ্রবাদী এবং অসাম্প্রদায়িকদের আমরা হায়েনা নামক "প্রতীকী" শব্দে ডাকি। রেজা ভাইয়ের কথাগুলো আমায় ভাবনায় ফেলে দিয়েছে। ছবি: ইন্টারনেট  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।