আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণমালার বর্ণগুলো

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com
বর্ণমালার বর্ণগুলো বহু কষ্টে পাওয়া তারই সনে জড়িয়ে আছে ফাগুন দিনের হাওয়া তারই সনে জড়িয়ে আছে কৃষ্ণচূড়ার লাল দোয়েল শালিক ময়না টিয়ার মধুর সুরে গাওয়া। বর্ণমালার বর্ণগুলো বুকের রক্তে কেনা সালাম রফিক বরকতের আত্মত্যাগের দেনা হাজার প্রাণের বিনিময়ে বর্ণগুলো পাওয়া ইতিহাসের কালো পর্ব সবার আছে জানা। বর্ণমালার বর্ণগুলো আগুন জ্বালায় বুকে উর্দু বলার কষ্টটা আজ মরছে ধুঁকে ধুঁকে গাইতে পারি মনের সুখে মাতৃভাষায় গান অত্যাচারী শাসক রাজা হারিয়ে গেছে শোকে। বর্ণমালার বর্ণগুলো তাই ইতিহাসের পাতায় আলোর রোশনাই ছড়াচ্ছে আজ কবির খেরোখাতায় ইচ্ছে মতন লিখতে পারি কাব্য-কথা-গান পর-ভাষীর কষ্টটা আজ একটুও নেই মাথায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।