আমাদের কথা খুঁজে নিন

   

কারো জানা থাকলে আওয়াজ দিন প্লিজঃ হাদিসের মৌলিক গ্রন্থ মোট কয়টি ও কি কি?

''প্রভু, ভুল ভেঙ্গে দাও; যে ভুলে তোমারে ভুলি, হিরা ফেলে কাচ তুলি, আমার সেই ভুল তুমি ভেঙ্গে দাও প্রভু।'' কয়েকদিন আগে একটি পোষ্ট দিয়েছিলাম এই শিরোনামেঃ আলেম/জ্ঞানী ভাইদের দৃষ্টি আকর্ষনঃ হাদিসের গ্রন্থ মোট কয়টি ও কি কি? প্লিজ হেল্প করুন। আমি আসলে হাদিসের মৌলিক গ্রন্থের নাম জানতে চাচ্ছিলাম। হাদিসের মৌলিক গ্রন্থ বলতে বোঝাচ্ছি যে বইতে প্রথম হাদিসগুলো এসেছে এবং যে বইটি লিখার সময় অন্য হাদিস গ্রন্থের সাহায্য নেওয়া হয়নি। ব্লগার ভাইদের কাছ থেকে যেসব হাদিস গ্রন্থের নাম পেয়েছি তা নিম্নরুপঃ ১. বুখারী ২. মুসলিম ৩. তিরমিযি ৪. আবু দাউদ ৫. ইবনে মাযাহ ৬. নাসায়ী ৭. মুয়াত্তা ইমাম মালেক এছারাঃ ৮. মুসনাদে আহমাদ ইবনে হাম্বল ৯.সুনানে আদদারেমী ১০. সহীহ ইবনে খুজায়মা ১১. সহীহ ইবনে হিব্বান ১২. শামায়েলে তিরমিজি ১৩.রিয়াদুস সালেহীন ( মৌলিক গ্রন্থ কিনা জানা নেই) ১৪.মুসতাদরাকে হাকীম ১৫.আলআদাবুল মুফরাদ ১৬.কানযুল উম্মাল ( মৌলিক গ্রন্থ কিনা জানা নেই) ১৭.বুলুগুল মারাম ( মৌলিক গ্রন্থ কিনা জানা নেই) ১৮.মাজমা আল ঝাওয়ায়িদ ( মৌলিক গ্রন্থ কিনা জানা নেই) ১৯.আত তাবারানী ২০. দারে কুতনী ২১. বায়হাক্বী ২২. মিশকাত শরীফ ( মৌলিক গ্রন্থ কিনা জানা নেই) ২৩.মুন্তাকাল আখবার, ২৪. উসুলে কাফি ২৫. বিহারুল আনওয়ার, ২৬. আল বিহার, ২৭. মুন্তাখাবে মিযানুল হিকমা অন্যদিকে শিয়া স্কলারদের সংগ্রহীত মৌলিক গ্রন্থ চারটি>> ১. কিতাবুল কাফি ২. মান লা ইয়াহদুরূহুল ফাকিহ ৩. তাহজিবুল আহকাম ৪. আল ইসতিবসার শিয়াদের আরো দুটি গ্রন্থও সম্ভবত মৌলিক, আস সাহিফা আস সাজ্জাদিয়া এবং কিতাব আস সুলায়মান ইবনে কায়েস . এগুলি ব্লগার ভাইদের দেয়া নাম। অনেক কিছুই জানা হয়েছে কিন্তু আসল বেপারটাতে আন্ধকারেই রয়েছি। তা হল হাদিসের মৌলিক গ্রন্থ মোট কয়টি ও কি কি? আমি আসলে ঠিক সংখাটি জানতে চাচ্ছি। কারো জানা থাকলে আওয়াজ দিন প্লিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.