নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো ।
একটি মানবিক আবেদন। ইতোমধ্যেই আমরা জেনেছি ৭৬ জনের মৃত্যুর খবর। কিন্তু আরও কয়েকশত আহত মানুষ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
তাদের জন্য প্রচুর রক্ত দরকার। সাভারের কাছাকাছি এবং বিভিন্ন স্থানে আগ্রহী যারা আছেন, তাঁদেরকে অনুরোধ জানানো হচ্ছে রক্ত দিতে।
আরও অনেক মানুষ এখনো ধ্বসে পড়া ভবনটিতে আটকা পড়ে আছেন। কারো মা, কারো বাবা, কারো ভাই, বোন, কারো স্বামী অথবা কারো প্রিয়তমা স্ত্রী। উদ্ধার করার পর আরও অনেক রক্ত প্রয়োজন হতে পারে।
তাঁদের দিকে মানবিকতার হাত বাড়িয়ে দিন যদি সম্ভব হয়।
যেকোনো পেইজে যত মানবিক আবেদন পাবেন, সবগুলা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। বোস্টন ম্যারাথনে বোমা বিস্ফোরণে কয়েকজন হতাহত হবার খবর আমরা এখনো ননস্টপ দেখতে পাই। পশ্চিমা দুনিয়া উত্তাল করে রেখেছে কয়েকটি প্রাণহানি। আর আমাদের এতগুলা প্রাণের দাম নিশ্চয়ই বৃথা যাবে না।
আপাতত আমরা নিজেদের উদ্যোগে আমাদের সংকট মোকাবিলা করি।
যারা রক্ত দিতে আগ্রহী দয়াকরে হসপিটালে যোগাযোগ করুন।
স্থান- এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা।
যোগাযোগ-
তুহিন 01923337010 (জাহাঙ্গীরনগর)
রন্তু 01681212777 (এনাম ম্যাডিক্যাল)
027743779-82, 01716358146
যারা রক্ত দিতে পারবেন তারা উক্ত নাম্বারে ফোন করুন।
আরও কোন জরুরী ফোন নম্বর থাকলে এই পোস্টের কমেন্টে অ্যাড করুনঃ
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।