আমাদের কথা খুঁজে নিন

   

একটি ইনসিকিউর ওয়াই ফাই কানেকশন এবং কারো পৌষ মাস, কারো সর্বনাশ

অনেকদিন আসা হয় না বলে কাল শবে বরাতে এসেছিলাম ফুপির বাসা্য়। তার বাসা কুর্মিটলা এয়ার ফোর্স অফিসার্স কোয়ার্টারে। বিকালে সময় কাটছিল না বলে ল্যাপটপ টা অন করলাম। অন করে মুভি দেখতেছিলাম। মুভি দেখা শেষ করে কি মনে করে যেন ওয়াই ফাই কানেশন এ ক্লিক করলাম।

বরাবরের মত অনেকগুলো ওয়ারলেসটার্মিনাল দেখলাম। খেয়ালের বসে সবগুলোতে ক্লিক করে দেখছিলাম। এয়ারপোর্ট১ ,বি এ এফ৩, বিএ এফ৫, শামীম'স নেট ইত্যাদি লাইগুলোতে ক্লিক করছিলাম। এরই মাঝে রাশীদস নেট নামের একটা ওয়াইফাই টার্মিনাল দেখলাম যেটার সিগনাল স্টেন্থ অনেক বেশি। কিছুটা কৌতুহল হল দেখে।

ভাবলাম আশে পাশের কোন বাসার হবে। ক্লিক করার সাথে সাথে দেখলাম কানেক্ট হয়ে গেল। আরো অবাক হলাম দেখে যে ইন্টারনেট শেয়ারিং অন করা। ব্রাউজারে ক্লিক করার সাথেই দেখি গুগল মামা হাজির। এবার ভাবলাম লাইনটার স্পীড কত একটু টেস্ট করি।

ইউটিউব থেকে লিংকিন পার্কের "ওয়ান থাউজেন্ড সান " গানটি নামাতে গিয়ে তো দেখি এলাহি কান্ড মূহর্তে ৭০ কিলোবাইট । কমে ৬০ এ যায়। আবার ৭০ কিলোবাইট । বুঝলাম বড একটা দান মারা গেছে। লাইনটি ৫১২ কিলোবাইটের।

এরপর অনেক ক্ষন সামু, ফেসবুক, রংমহল ব্লগ ইত্যাদি ঘুরে এসে হঠাত জানার ইচ্ছে হল লাইন টি কিসের? বাংলা লায়ন না কিউবি ? জিপি তো জীবনেও হবে না। ঐ বেটারা এত স্পীড দেখলে হার্টফেইল করবে এই বার কিন্তু আমি ফেইল মারলাম। আইপি টেস্টের বিভিন্ন সাইটে গিয়েও কোন কুল কিনারা করতে পারলাম না যে লাইনটি কিসের। দেখুন তো আপনারা বলতে পারেন কিনা? IP Information: 203.188.244.250 ISP: Information Services Network Organization: Information Services Network Connection: Broadband Services: None Detected City: Dhaka Region: Dhaka Country: Bangladesh অনেক ঘাটা ঘাটির পর দেখলাম রেজাল্ট শূন্য। কি আর করা ঐ মিশন কমপ্লিট হল না।

এবার কিছুটা চিন্তা করলাম। যে আমি এই স্পীড ব্যবহার করে বেশ কিছু মুভি এখান থেকে নামিয়ে নিয়ে যেতে পারি যেটা বাসায় ডাউনলোড করতে দ্বিগুন সময় লাগবে। আবার ভাবলাম এটা যদি কিউবি বা বাংলা বিলাই হয় তবে আমি যার নেট ইউজ করছি তার হয়ত লিমিট শেষ হয়ে যাবে। বেচারা কিছু জানার আগেই বিপদে পডবে। তাই রাতে মুভি ডাউনলোড দিয়ে ঘুমানোর ভাবনা বাদ দিলাম।

এর মাঝে আমার কাজিন কে রশিদ সাহেবের কথা বললে সে বলল যে আমাদের নিচের তালার অফিসার রশিদ। সে নাকি মিশনে গেছে । আমার আর বুঝতে বাকি রইল না যে বিদেশ থেকে ভিডিও চ্যাট করার জন্য রশিদ সাহেব বাসায় ওয়াইফাই ইন্টারনেট নিয়েছেন কিন্তু কানেশন সিকিউর করেন নাই। এটা শুনার পর নিজেকে কিছুটা হলেও অপরাধি মনে হল। ভাবলাম না এই কানেশন আর না ।

কানেশন ডিসকানেক্ট করে আমার জিপি মডেম টা নিয়ে বসলাম। আর ভাবছিলাম, আমি না হয় এটা ইউজ করছি না। কিন্তু আমার মত কোন ছেলে যদি মুভি বা অন্যকিছু ডাউনলোড দিয়ে ব্যান্ডউইথ শেষ করে ফেলে তাহলে উনাদের কি হবে? আমি আজ বাসা থেকে আসার আগে আমার কাজিন কে বলে আসলাম কোন ভাবে তাদের জানাতে যে তাদের ওয়াইফাই কানেকশনটা সিকিউর না। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.