আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রিয় সত্য

গোবরে পদ্দ ফুল/বাংলাদেশের বর্তমান অবস্থায় আশাহত অনেকেই। বিশেষ করে প্রবাসীরা। বিদেশে যাহারাই আসেন তাহাদের চিন্তা চেতনায় এবং মন ও মানসে থাকে জন্মভ’মির প্রতি আলাদা এক অনুভ’তি। অনেকের কর্মেও ফুটে উঠে তার প্রতিচ্ছবি। প্রবাসের এই বিশাল জনগোষ্ঠির সহায়তায় বাংলাদেশের আর্থসামাজিক অবস্থান দিনে দিনে উন্নতির দিকেই ধাবমান।

সবারই এক কথা কবে পাব আমাদের দেশটাকে স্থিতিশীল ও শান্তিময়। এই শান্তির আবহ তৈরিতে বাংলাদেশের রাজনৈতিক মতাদর্শ এক বিরাট অন্তরায়। বহু মত ও পথের সমন্বয়ে কোনক্রমেই সম্ভবপর হবে না পরিবর্তনের। জন্মলগ্ন থেকেই বাংলাদেশে চলছে রাজনৈতিক অচলাবস্থা। কখনো ব্যক্তি মত আবার কখনো গোষ্ঠি মত।

এতে নেই কোন আদর্শিক পথ উড়ে এসে জুরে বসার মতো নেতা নেত্রীরা যার যার মত স্বার্থ রক্ষায়ই রত। জনগণের প্রতি লক্ষ্য রেখে খুব কমই কর্মসূচী নেওয়া হয়। লেখক সমাজের দিকে তাকালেও দেখতে পাই সস্তা রাজনৈতিক বুলি্র ক্যাচাল/ কোন আন্দোলনে আমি কোন ভুমিকা নিয়েছি তার গর্বতায় ভরপুর অভিজ্ঞতার বর্ণনা। পাঠান্তে শিক্ষণীয় বা অনুকরণীয় বিষয় বস্তুর অভাব পরিলক্ষিত হয়। কিছু হলেই জ্বালাও-পোড়াও, হরতাল ও ভাংচুর।

এই প্রথার বিলুপ্তি হওয়ার কথা ছিল বর্তমানে। শিক্ষা দিক্ষায় অনেক এগিয়েছে জাতী। কিন্তু তা হচ্ছে না বরং তার আওতা স¤্রসারিত হয়ে প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও চলে আসছে। মহাত্মা গান্ধী বৃটিশ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন প্রবাসেই তার সমাপ্তি ঘটিয়েছেন নীজ দেশে সফলতার সাথেই। আর আমরা সেই সহিংসতা নিয়ে আসছি আমাদের মাঝে বিদেশে এক পক্ষ আরেক পক্ষের সাথে কথা বলাতো দূরে থাক মুখ দেকাদেখি পর্যন্ত করতে অনীহা।

এই সংক্রামক ব্যধি এখন ছড়িয়ে পড়ছে পারিবারিক ও ব্যক্তি জীবনে। এতে করে শান্তি বিঘিœত হচ্ছে সর্বত্র/ এক পক্ষের স্বার্থ দেখা কোন ক্রমেই সুচিন্তার পরিচয় বহন করে না। ভালোর পরশে মন্দ দূরীভ’ত হয় সুপরামর্শের দ্বারা সমাজে শৃঙ্খলা বোধ তৈরি হয়, কিন্তু আমাদের সমাজে তা হচ্ছে স¤পূর্ণ উল্টো। হত্যা খুন, রাহাজানী, মিথ্যা, অপপ্রচার, কলপকাহিনীর বিস্তারে বরং আলো দৌড়ায় অন্ধকারের অন্তরাল্‌, কিছু কিছু ব্যক্তি সাময়িকভাবে লাভবান হবে কিন্তু এর ফলে প্রজন্মের পর প্রজন্ম প্রায় বিকলাংগ বা পঙ্গু/ বাংলাদেশের প্রেক্ষাপটে তা থেকে উত্তরণে জাতির দিশা হয়ে যে নেত্রীত্ব আসার কথা তা হয়ে উঠছে না। আদর্শিকতার মাধ্যমে সেই নেতৃত্ব পাওয়া সম্ভব, বর্তমান সময়ের নেতা নেত্রীদের গোবরে পদ্দফুলই বলতে হয়।

বাগানের ফুলগুলা সৌরভ ছড়ায় চারদিকে কিন্তু গোবরে যে পদ্দফুল হয় দেখতেই সুন্দর সৌরভীত করতে পারে না। বাগানের ফুলগুলা হয় সঠিক পরিচর্যার মাধ্যমে তাই তা ঠিকমত হয়ে গন্ধ ছড়াতে পারে দিগে দিগ্‌ নর্দমার ফুল গুলা বিষে পুর্ণ। তাই তাহাতে সংক্রমিত হওয়াই স্বাভাবিক/ তাহাদের দিয়ে নীজ হেরেমে উদর পূর্তী ও ফ’র্তি সম্ভব,- আদর্শিক সমাজ ও শান্তি প্রতিশটা অসম্ভব- সরকারী দল কিংবা বিরোধী দল এবং ধর্মীয় দল যাই হোক না কেন যার যার স্বার্থ রক্ষায়ই ব্যস্ত। দেশের স্বার্থ রক্ষা বা কল্যাণকর কিছু ভাবার মত সময়ই নেই- ভাড়াটিয়া প্রভুদের দিকে তাকিয়ে থাকতে হয় ইশারা পেতে। প্রবাসী বাংলাদেশীদের দ্বারা অন্য অনেক দেশ উপকৃতই নয় সমৃদ্ধিও অর্জন করছে।

এই মানব স¤দকে কাজে লাগাতে ব্যর্থ আজ আমার দেশ। শুধু স¤দ নয় মেধা ও প্রতভিা ও পাচার করা হচ্ছে দেদারসে এমন তো চাই যাদের মধ্যে থাকবে নৈতিকতা এবং মানবিক গুনাবলরি মাধুর্য্যতা। সেই নেতা চাই না যার মধ্যে থাকবে খুনের, গুমের নেশা বা পারিবারিক *** বদলা নেবার নেশায় মত্ত্ব না থেকে বিলিয়ে দিবে সবাইকে সবার তরে উদারতা। ক্ষমার মতো দৃস্টান্ত স্থাপন করে বঙ্গবন্ধু হয়েছেন শেখ মুজিবুর রহমান ভঙ্গুর দেশের হাল ধরে দেশ বন্ধু হয়েছিলেন জিয়াউর রহমান। সামরিক শাসনের স্বৈরাচার এরশাদ হয়েছেন পল্লীবন্ধু- এছাড়াও হয়েছে বিদ্যাসগার, আরো রয়েছেন বিসারদ দেশ রত্ন ও মাতা।

কিন্তু দেশ ও জনগণ সেই তিমিরেই আজো। বদলেছে অবস্থান বদলায়নি খাছিলত। নামের ফজিলতে কানাও হয় পদ্ধ লোচন। হয়নি তবু দুঃখ মোচন প্রবাসীদের হা হুতাস অযথা দেশের সর্বনাশ। এমতাবস্থায় একমাত্র সমাধান দিতে পারে আল কোরআন- এই ঐশী বানী যুগে যুগে বিপ্লব ঘটিয়েছে /আদর্শ মানুষ হয়ে।

আমরা যদি এর চর্চা করে যথাযথাভাবে সেই অনুযায়ী জীবন যাপনের দিকে এগিয়ে আসি তা হলে লাগবে না কোন বিকলপ ধারা, কাগুজী বিদ্যার মহিমায় ছল চাতুরী করা যায় ঠিকই কিন্তু াত শুকানো যায় না। শান্তি পেতে হলে সর্বত্র আসুন আমরা সে দিকেই মেধা ও শ্রম ব্যয় করি এবং দেশ ও জাতী গঠনে ব্রতী হই। নতুবা দেশের মতো আমাদের প্রবাসীদের ও আবস্থা হবে কলপনার খিচুরী পোলাও এরম ত যা শুধু শুনতেই মজা খেতে গেলে সাধ তেতু। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.