সাধারন, আশাবাদী এবং যুক্তিবাদী । একটা কৌতুক হয়তো অনেকেরই জানা আছে :
দেবতা নরকে হাটছিলেন । সাথে কারারক্ষীরা । তারা সামনের দিকে যাচ্ছিলেন এবং লক্ষ করছিলেন বন্দী পাপীদের । কেউ বসে আছে অথবা দাড়িয়ে আছে ।
প্রহরীরা সদা সতর্ক । অবশেষে তারা সর্বশেষ কক্ষের সন্নিকটে আসতেই অবাক হয়ে গেলেন । দ্বারে প্রহরী নেই । দেবতা এক কারারক্ষীকে জিঞাসা করলেন, "এখানে প্রহরী নেই?" উত্তরে কারারক্ষী বললেন, " না । " প্রত্তুরে দেবতা বললেন, "কেন নেই ? " কারারক্ষী বললেন, "এখানে সবাই বাংলাদেশের ।
কেউ যদি পলানোর চেষ্টা করে অন্যজন তাকে নিবৃত্ত করে । তাই প্রহরীর দরকার হয় না । ''
এই হল আমাদের বর্তমান অবস্হা । কেউ যদি ভাল কিছু করতে ইচ্ছা পোষন করে অন্যজন তা সহ্য করতে পারে না । তখন চৌদ্দ গোষ্ঠী উদ্ধারে লিপ্ত হয় ।
ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি থেকে চরিএ হনন বাকি থাকে না ।
আমার ক্ষেএে ঠিক এমনটি হয় নি । কিন্ত আমি অবাক হই যখন আমি বাংলাদেশে ফিরে যেতে চাই (আমি বর্তমানে সুইডেনে স্নাতকোত্তর করছি) । কথাগুলো হয়তো কারো ভাল লাগতে পারে আবার কারো কাটা গায়ে নুনের ছিটা মনে হতে পারে (যারা প্রবাসী হতে চায় বা চেষ্টায় আছে) । এটাই অপ্রিয় সত্য ।
আমি সুইডিশ ভাষা শিখছি । এতেও কারো কারো আপত্তি । দেশেই যদি যাবে ভাষা শিখে লাভ নেই । সব কিছুতে লাভের আশা ! জানি না কবে এদের বোধদয় হবে । দেশে আমার কিছু শুভাকাক্ষী (?) আছে যারা আমাকে দেশে যেতে বারণ করে।
বলে দেশে এসে লাভ নেই। আবারও লাভের আশা । দেশের অবস্হা ফিরিস্তি করে । মানুষের মেরুদন্ড না থাকলেই এসব কথা বলতে পারে । যখন জিঞাসা করি ঢাকার বর্তমান পরিস্হিতি কেমন ।
উত্তর আসে বসবাসের অযোগ্য । যদি অযোগ্যই হবে তবে তোমরা আছো কিভাবে আমার জানতে ইচ্ছা করে । আমি আশাবাদী । তাই দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি । জানি না দেশকে কি দিতে পারব ।
কিন্তু নিজেকে এই বলে শান্তনা দিতে পারব যে, আমি দেশকে ভালবাসি । অনেক অনেক ভালবাসি । শুভদিনের অপেক্ষায় শেষদিন পর্যন্ত । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।