আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রিয় সত্য

টাটা হল পাঠা----------- সাহারা ভাই কাহারা ? ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার মধ্যে এক ঝুকিমূলক দেশ। তিন দিক দিয়ে বেষ্টিত ভারত এবং আরেক দিকে বঙ্গোপসাগরের উৎস মুখ। কেলেংকারী দুর্যোগ, সুনামের সর্বদিক দিয়েই সমান তালে এগিয়ে আবার অপার সম্ভাবনাময়ী স্বপ্নপুরী একটি দেশ এই দেশকে নিয়ে কৃতিগণ সন্তানেরা জন্মপূর্ব এবং পরে শুধু স্বপ্নই দেখে আসছেন। এমন কিছু স্বপ্ন আছে যা কল্পনায়ও বাস্তবায়ন সম্ভব নয়। এই দেশের প্রতি অন্যদের শকুনী দৃষ্টির প্রভাবও কম নয়।

বিশেষ করে ভারত সরকার ও ব্যবসায়ীদের নজর বাংলাদেশের প্রতি অতীত থেকেই সুখকর নয়। তাদের একটিই কথা যে করেই হোক স্বার্থ উদ্ধার করা। বাংলাদেশের জনগণ তাদের এই বড় ভাই সুলভ আচরনে অভ্যস্ত যেমন তটস্থও কম নয় বড় ভাই যদি শত অন্যায় করে তবু প্রতিবাদ করা যাবে না ছোট যদি করে তাহলে কুট কৌশল, শাস্তি ও বিপদ অনিবার্য। বড় ভাইদের আচরণে ছোটদের যদি জীবন বিপন্ন হয় তবুও তাদের স্বার্থপর চতুরতা থেমে থাকে না। নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ ছোটরা যখন দেখে পিছনে গন্তব্য সমুদ্র তখন নীরবে সহ্য করে অত্যাচার, হৃদয় ক্ষয়িত হয়ে ঝড়ে পরে অশ্র“ জল।

সীমান্ত বর্তী এলাকা থেকে রাজধানী পর্যন্ত দাপট তাদের এমনিতেই। স্বদেশ নীতি থেকে বিদেশ নীতিতে তাদের এক তরফা স্বার্থ রক্ষা করা হয়। আভ্যন্তরীণ নীতিতেও তাদের চাহিদা মতো ছাড় দেওয়া হয়। তাদের জন্য গো হত্যা পাপ কিন্তু বাংলাদেশীদের হত্যা করা মোটেই কোন ব্যাপার না। কত ফেলানী যে একদম ফেলনা হল তার হিসেব কষাও কষ্টকর।

ঝুলন্ত ফেলানীর রুহ এখন বলছে মৃত্যুই আমার জন্য শ্রেয় ফেলনা হওয়ার চাইতে কিন্তু এতেও ভারতের মনোভাবে একটুও আচর লাগেনি। তিন দিক দিয়ে বেষ্টিত তাহারী কৌশল পরিবর্তন করেছেন মাত্র। তাদের এই ধুরন্ধতা যদিও প্রকাশ্য কিন্তু অহত পাখি ডানাহীন ইঞ্জিন তরী নিয়ে এতই ক্লান্ত যে অবস্থা এমন পর্যায়ে দে দে বিষ ভাসাই তরী হই তেপান্তরী। একটু বিবেক জাগ্রত ছিল যখন তখনো তাদের চেস্টাকে রহিত করেছিল টাটা নামের একটি ভারতীয় কোম্পানীর অপতৎপরতার সমুচিত জবাব দিয়েছিলো জাগ্রত জনতা। টাটা সন্দেহ নেই যে বিশ্ব ব্যাপী নন্দিত।

কিন্তু বাংলাদেশে তাদের অন্যান্য দাবী ছিল সম্পূর্ণ অযৌক্তিক এবং এক তরফা। বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশ যেখানে টাটাকে হতে হয়েছে বলির পাঠা। দাদাদের যে কি ক্ষোভ সেই রাগের বহিপ্রকাশই করলে এবারে সাহারা পাঠিয়ে। টাটাদের দাবির চাইতে মহা মারাত্মক অযৌক্তিকতা, অন্যায্য এবং স্বার্থ পরতায় ভরপুর সাহারা এবারে টাকা দিয়ে যে মহড়া শুরু করেছেন তার পরিণতি কোথায় গিয়ে দাড়াবে তা অনুমান করাও আমার পক্ষে সম্ভব হচ্ছেনা। যদিও আমি দূরদর্শীতায় পারদর্শী না, তবুও বলতে যেয়ে গা শিউরে উঠে জমিজমা দিয়ে জামাইদেরও খাতির করা হয় না।

সেখানে দেশীয় কোম্পানীদের পাশ কাটিয়ে ইন্ডিয়ান কোম্পানী সাহারাকে ডেকে এনে জামাই আদর করে আম ছালা দুনোটি উপঢৌকন দিয়ে দেওয়া হল এতে রহস্যে বিস্ময় হওয়া ছাড়া কোন প্রতিক্রিয়াই প্রকাশ করা সম্ভব না। মদের নেশা যেমন ক্ষণস্থায়ী উৎরে গেলেই হায় হায়। তেমনি নেশায় বুদ বুদ চাক চিক্যে এখন সবাই সাহারায় মাতোয়ারা মানুষের অস্তিত্বের এই ঘাতকে সহ্য করে যাহারা নীরবে বসে আছে তাদেরকে দূর্বল ভাববেন না- দূর্বলদের শক্তির মোকাবেলায় দুনিয়ার প্রবল শক্তি ধারীরা ধরাশায়ী হয়েছেন। এমন দিন আসতেছে শহীদ তিতুমীরের উত্তরসুরীরা বাশের ঝাড় থেকে বেরিয়ে বলবে সাহারা ভাই- তোমরা কাহারা? তখন পালাবার পথ খুজে পাবেন না- তাই সময় থাকতে সাধু সাবধান। চৌধুরী হাফিজ আহমদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.