বার্ধক্য তাহাই_ যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃতকে আঁকড়িয়া পড়িয়া থাকে-কাজী নজরুল ইসলাম সাস্থ্য মন্ত্রনালয় নাকি মেডিকেলের ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করে দিয়েছে।
এই সিদ্ধান্ত নেওয়ায় আমি মনে করি মেধাবীদের দিন শেষ। বিশেষ করে যারা মফস্ব্ল থেকে পড়াশোনা করেছে। বাংলাদেশের public university and medical college এর বেশির ভাগ student মফসলের। তারা প্রকৃত মেধাবী।
কারন তারা সল্প সুযোগ সুবিধার মধ্যে থেকেও ভালো ফল করে। তাদের basic খুব ভালো। তারাই আর medical এ পড়তে পারবে না।
সবাইকে এই সিদ্ধান্তের প্রতিবাদ করার আহবান জানাই। নইলে জাতি মেধা শূন্য হয়ে যাবে।
প্রকৃত মেধাবীরা হতাশায় নিমজ্জিত হবে। হতাশ প্রজন্মের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।