রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেয়র শিক্ষা পদক প্রদান করেছে রাজশাহী সিটি কর্পোরেশন-রাসিক।
আজ সকালে নগর ভবনের গ্রীন প্লাজায় প্রধান অতিথি হিসাবে তাদের তাদের হাতে 'মেয়র পদক' তুলে দেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীদের বাস্তবসম্মত জ্ঞান অর্জন করে নিজেদের গড়ে তুলতে হবে। তবেই রাজশাহী মহানগরীকে মেধার নগরী হিসেবে গড়ে তোলা যাবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের নিজ সন্তানদের প্রতি আরো যত্নবান হওয়ার আহবান জানান তিনি।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর এম রফিকুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর সাবেক চেয়ারম্যান প্রফেসর শিরীন সুফিয়া খানম।
মহানগরীর ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৮৩ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।