আমাদের কথা খুঁজে নিন

   

মেধাবীদের লড়াইয়ের সাথে আমি থাকছি, আপনি থাকছেন তো...??

এক সুময় ব্যান খাইতে চ্রম টেস্ট লাগতো, এখন খাইতে কিরাম যেন তিতা তিতা লাগে.. তাই খাওন ছাইড়া দিচি... আজ মেডিকেল এডমিশন নিয়ে সরকারের অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে আমরা ""আমজজনতা"" র‍্যালি শুরু করবো ঢাকা মেডিকেল কলেজ আমতলা (বর্তমান শহীদ মিনার) থেকে দুপুর ১ টায়। । শেষ হবে শিক্ষাভবনে গিয়ে। যোগাযোগঃ মিরানঃ ০১৭৫৬৯৬০৮০২ মুখতারঃ ০১৬৭৩৯৪৮৮৬৭ সবার জানা তবুও একটু আলোকপাত করছি- সরকারী সিদ্ধান্ত মতে মেডিকেলে এখন থেকে কোন ভর্তি পরীক্ষা নয় বরং জিপিএ এর ভিত্তিতে ভর্তি করা হবে !! এটা হবে, স্বাস্থ্য খাতে, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার মতো...অসংখ্য মেধাবী ছাত্র যেমন এই সিদ্ধান্তে ভেঙ্গে পড়েছে অনিশ্চয়তায় তেমনি অনেক স্বচ্ছল ছাত্র এবার দেখতে পাচ্ছে আশার আলো- ডোনেশন দিয়ে কোনরকম যদি ভর্তি হওয়া যায়। এমন অন্যায় সিদ্ধান্ত মুখ বুঝে সহ্য করা যায় না।

বঞ্চনার অনেক সম্ভাবনা থেকে যায় এই সিদ্ধান্তের পদে পদে, জিপিএ'র ভিত্তিতে ভর্তি করা হলে যে ছেলে বাংলায় এ+ পায়নি অথচ বায়োলজিতে যার দক্ষতা অসাধারন তারা বঞ্চিত থাকবে, বঞ্চিত হবে যারা অল্প বয়েসে পাশ করেছে তারা- কারন ইতিপূর্বে আমরা দেখেছি সমান স্কোরের অধিকারীদের মাঝখান থেকে বয়েস যাদের বেশী তাদেরকেই সিলেক্ট করা হয়। জয় হবে তাদেরই যারা বোর্ড পরীক্ষায় মুখস্থ শিল্পের দক্ষ শিল্পী হয়ে জয় করেছিল গোল্ডেন এ+। এই অন্যায় হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে ম্যাঙ্গো পিপল | আমজনতা ১৪ই আগস্ট এক শান্তিপূর্ণ প্রতিকী প্রতিবাদ কর্মসূচী হাতে নিয়েছে। বেলা ১টায় ঢাকা মেডিক্যালের আমতলা (বর্তমান শহীদ মিনার) থেকে একটি র‍্যালী শিক্ষাভবন পর্যন্ত হেঁটে যাবে, তাদের পড়নে থাকবে ডাক্তারদের এপ্রোণ, গলায় থাকবে স্টেথোস্কোপ, হাতে থাকবে বাংলা বই। যে বাংলা বইয়ের রেজাল্টের উপর মেডিক্যাল ভর্তিতে জোর দেয়া হচ্ছে সেই বই।

যারা যারা পারবেন এপ্রোণ আর স্টেথোস্কোপ নিয়ে হাজির হয়ে যাবেন, স্টেথোস্কোপ না পেলে শুধু এপ্রোণ, তা না পেলে ডাক্তারদের উতসাহ দিতে সাধারন কাপড়ে রোগী সেজেই পেছন পেছন যাবেন। প্রতিকী এইসব ডাক্তারদের গর্বিত মা বাবা হিসেবে মেডিক্যাল ভর্তিচ্ছুদের অভিভাবকেরাও উপস্থিত থাকবেন আশা করি, ছেলে মেয়ে বাংলা বই পড়ে ডাক্তার হতে যাচ্ছে, তাই হাসি হাসি মুখ করে আসবেন, গম্ভীর মুখ দেখলেই আমাদের ভলান্টিয়াররা কিন্তু চার্জ করবে- আন্টি/আঙ্কেল, হোয়াই সো সিরিয়াস...??? বিস্তারিত জানতে গ্রুপ এ চলে আসুন - Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.