মিয়ানমারের রাখাইন (আরাকান) প্রদেশে উগ্র বৌদ্ধরা আজ (শুক্রবার) আরো একটি মসজিদ জ্বালিয়ে দিয়েছে। একইসঙ্গে তারা মুসলমানদের কয়েকটি গ্রামের ঘর-বাড়ীতেও আগুন দিয়েছে। মসজিদ ও বসত বাড়ীতে যারা আগুন দিয়েছে, সরকার ও সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা দিচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রাখাইনের রাজধানী সিটোয়েতে এখনও কারফিউ বলবত রয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক সেনা অবস্থান করছে। এরপরও মুসলমানদের ঘর-বাড়ীতে কিভাবে আগুন দেয়া হচ্ছে,তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত জুন থেকে রোহিঙ্গা মুসলমানদের ওপর সরকার সমর্থিত সাম্প্রতিক দাঙ্গায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। রোহিঙ্গা মুসলমানরা বিগত ১২০০ বছরেরও বেশি সময় ধরে মিয়ানমারে বসবাস করে আসলেও দেশটির সরকার তাদেরকে সেদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। তারা সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এমনকি মিয়ানমারের প্রেসিডেন্ট সম্প্রতি বলেছেন, রোহিঙ্গাদেরকে সেদেশ থেকে বের করে দেয়ার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।