আমাদের কথা খুঁজে নিন

   

মিয়ানমারে নতুন করে সাম্প্রদায়িক সহিংসতা

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, রাস্তায় হাটার সময় মুসলিম এক নারীর সঙ্গে এক বৌদ্ধ ভিক্ষুর সংঘর্ষকে কেন্দ্র করে অধিবাসীদের ক্ষোভ থেকে এ সহিংসতার সূত্রপাত।বিক্ষুব্ধ বৌদ্ধরা ইট ছুড়ে মসজিদের জানালার কাচ ভেঙেছে এবং বেশ কয়েকটি দোকান লুট করেছে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে ফেইসবুক পাতায় এক বিবৃতিতে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ে হুতুত। ইয়াঙ্গুনের ১শ কিলোমিটার উত্তরে ওক্কান গ্রামে শৃঙ্খলা ফিরে এসেছে, বলেন তিনি। মিয়ানমারে দীর্ঘদিন ধরে বিরাজ করছে চরম সাম্প্রদায়িক উত্তেজনা।মার্চে কেন্দ্রীয় মিইকতিলা শহরে মুসলিম-বিরোধী সহিংসতা শুরু হলে অন্তত ৪০ জন নিহত হয়।দাঙ্গা থামাতে সরকার জরুরি অবস্থা জারি করে। কিন্তু তারপরও মুসলিমদের ওপর হামলা ছড়িয়ে পড়তে থাকে দক্ষিণদিকে রাজধানী নিপিধো অভিমুখে।আর এখন তা পৌঁছে গেছে ইয়াঙ্গুনের কাছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.