মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘর্ষে পুলিশের হাতে অন্ততপক্ষে ৮ জন রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে।
গত সপ্তাহে মাউংদাউ শহরের কাছে একটি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে দেশটির আন্দোলনকারীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
একটি রোহিঙ্গা গ্রামে একজন পুলিশ সদস্য নিখোঁজ হওয়ার পর গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে বলে বিবিসি'র প্রতিবেদনে বলা হয়।
এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্য নেই বলে জানিয়েছে মিয়ানমার সরকার। আর স্থানীয় কর্তৃপক্ষ কোনো ধরনের হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেছে।
সংঘর্ষ শুরু হওয়ার কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টাকালে যেসব রোহিঙ্গা মুসলিম পুলিশের হাতে ধরা পড়েছিলো তাদের অনেককে হত্যা করা হয়েছে বলে সম্প্রতি খবর বের হয়। এরপরই রোহিঙ্গা মুসলিমদের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং এর ফলস্বরূপ গত সপ্তাহের সংঘর্ষের ঘটনাটি ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।