আমাদের কথা খুঁজে নিন

   

মিয়ানমারে দ্বিতীয় দিনের মতো সহিংসতা

বৌদ্ধ ভিক্ষুরা ছুরি ও ছড়ি নিয়ে হামলা চালায়। তারা মুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। রয়টার্সের এক প্রতিবেদক ইয়াঙ্গন থেকে ৭শ’ কিলোমিটার দূরের একটি পার্বত্যাঞ্চলে বেশকিছু সংখ্যক তরুণকে লুটপাট চালাতে দেখেছেন। দুপুর ২ টার দিকে লড়াইয়ে নিহত হয়েছে ১ জন। ফেইসবুকের একটি পোস্টে একথা জানিয়েছেন প্রেসিডেন্ট থিয়েন সেইনের মুখপাত্র ইয়ে হুতুত।

পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি ছুড়েছে বলে জানান তিনি। সন্ধ্যা নাগাদ শহরের একটি অংশে মুসলিমদের দোকানপাট, বাড়িঘর জ্বলতে দেখা গেছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শান রাজ্যের এ শহরে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা শুরু হয়। এতে একটি মসজিদ, একটি মাদ্রাসা এবং বৌদ্ধ ও মুসলিম মালিকানাধীন বহু দোকানপাটে আগুন দেওয়া হয়। ল্যাশিওর কাছের এক গ্রামের মুসলিম বাসিন্দা আঙ লউয়িন জানান, একজন মুসলিম পুরুষ ও বৌদ্ধ নারীর মধ্যে ঝগড়ার সূত্র ধরে দাঙ্গার সূত্রপাত হয়।

পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। মঙ্গলবার রাতেই ল্যাশিও শহরে ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয়। মুসলিমরা সব পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় চীনা সীমান্ত শহর মুস থেকে ল্যাশিও ১৯০ কিলোমিটার দক্ষিণে। সূদূর এই শহরটিতেও বৌদ্ধ-মুসলিম দাঙ্গা ছড়িযে পড়ায় দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান উত্তেজনা ক্রমেই মিয়ানমারজুড়ে ছড়িয়ে পড়ছে বলে প্রতিভাত হচ্ছে।

প্রায় অর্ধশতাব্দীর সামরিক শাসনের যাতাকলে মিয়ানমারের সাম্প্রদায়িক বিদ্বেষ চাপা পড়ে থাকলেও বেসামরিক শাসন ও গণতান্ত্রিক সংস্কার শুরু হওয়ার পরপরই তা স্বরূপে আত্মপ্রকাশ করেছে। সাবেক সামরিক আমলা সংস্কারবাদী প্রেসিডেন্ট থিয়েন সেইনের বেসামরিক প্রশাসন পরিস্থিতি সামলাতে ব্যর্থ হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.