সময়ের সাথে সাথে জাতিকে কে জাগ্রত করব আমরা ক্ষিপ্ত তরুণরা। শ্রবণে ভাসি আমি বৃষ্টির কলকল জলে, বৃষ্টির ফোঁটার পতন শব্দে যেন বাজিছে তোমার কানের দুলে। তোমার হাতটি ধরি আর পরিয়াছে মনে ডুবি শ্রবণে বৃষ্টির বাণী যেন ডাকিছে আমায়, বলিছে ডেকে করিবে কি পণ দুহাত ধরিছ যখন পেয়েছ সুজন শ্রবণের মেঘের ভেলায় ভাসও তোমার মন। মিলি ফুলের সুভাসিত গন্ধে গাঁথিত সন্ধ্যা রজনীর পুলকিত সাজন, মিশ্র জলের পতনে ডাকিয়াছে আকাশ আসিয়াছ তুমি হৃদয়ে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।