আমাদের কথা খুঁজে নিন

   

শ্রবণ



আমাগো এক মোটা ম্যাডাম ছিল। সে কথা কইতো সরু গলায়। খুব নীচের থিকা শুরু কইরা আস্তে আস্তে সেইটা হেড়ে গলার চিৎকারে যাইতো। কেলাস এইটে থাকতে একদিন মাসুম শুরু করলো পিছের থিকা - ম্যাডাম সোনা যায় না। আওয়াজ একটু বাড়লো। তবে যথেষ্ট না। তারপর আবার -ম্যাডাম সোনা যায় না! এইবার ম্যাডাম চিল্লাইয়া কয়, -আমি দু দু'বার করে বলছি তাও শোনা যায় না ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।