আমাদের কথা খুঁজে নিন

   

শ্রবণ

অথচ বাঁচার মতন সুখ কোথাও কখনো আর ছিলনা...।

শিকড় ছেঁড়ার কালে তুষারে আবিষ্ট থেকে মাকে ডাকো- মাছ শোনে, পোকা শোনে শুনতে চেয়েও আর মা শোনে না! জলের তলায় নেমে ঝিনুককে ডেকে বলো মুক্তা জমাতে গিয়ে আমারও অমন ব্যথা হয় রক্তে আমারও ওই তেজস্কর স্রোত চলে নেহাৎ অক্ষর চিনি মার্জত করে নিই সুর নিরত নিযুক্ত থাকি কেউ যদি নিরাতপ পূষণ প্রবাল নিয়ে আসে, সেই তাড়নায়! ময়াল জড়াতে ডাকো পা শোনে-চুল শুনে যায় শুনতে চেয়েও আর সাপ শোনে না- সাপের শ্রবণ ছিলনা কোনোকালে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।