আমাদের কথা খুঁজে নিন

   

পইড়া দেখেন এক চরম বাণী , "আমরা দলবাজি পছন্দ করি না।"

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ‘দলবাজি না করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করুন। আমরা দলবাজি পছন্দ করি না। ’ আজ শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলাবিষয়ক সভায় শামসুল হক টুকু এ কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী ও তাঁদের মুখোশের আড়ালে হেফাজতে ইসলাম নামের একটি অরাজনৈতিক সংগঠন চেষ্টা চালিয়ে যাচ্ছে। ’ টুকু বলেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দুর্নীতিগ্রস্ত সন্তানদের রক্ষার জন্য যেকোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন।

তাঁরা সবাই মিলে দেশে একধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু করেছেন। এদের প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে। সাধারণ মানুষের জন্য শান্তি এবং দেশের জন্য সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। ’ প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। আমরা খাদ্য ও বিদ্যুত্ খাতে উন্নতি করেছি।

দুর্নীতিগ্রস্তদের বিচারের মুখোমুখি করেছি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছি। এখন যুদ্ধাপরাধীদের বিচারের কাজ চলছে। যুদ্ধাপরাধী ও তাদের সহযোগীদের প্রতিরোধ করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন এই যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে।

’ বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান, বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ ও শাহ ই আলম বাচ্চু। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিনের সফরে বাগেরহাট পৌঁছান। আগামী রোববার তাঁর ঢাকায় ফেরার কথা। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.