মরা গাঙেও বান আসে ভাটির টানে শান্ত নদী আচমকা বর্ষার ছোয়ায় হয়ে যায় ঋতুবতী চপলা তরুণী। নিস্তরঙ্গ নিথর সময় বিপ্রতীপ কোণে তুমি আর আমি যাপিত জীবনে মধ্যাহ্ন খরা । হঠাৎ দমকা হাওয়া - কড়া নেড়ে যায় তোমার তানপুরায় আমার সুর । বাঁধভাঙ্গা জোয়ারের জল শুনছো কি তুমি .. ভেসে যাবে সমাজ-সংস্কার, নিষেধের তর্জনী। নারী তুমি হয়ে গেছো উচ্ছল নদী আমি নামছি জলে ... করব যে এবার জলকেলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।