আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যাহ্ন

পরে বলবো।

রোদ লেগেছে মেঘের গায়ে কলাপাতায় রোদের নিমন্ত্রণ। রোদ শুয়েছে নদীর বুকে জল পড়েছে রোদের টিপ, রোদের তোপে পুড়ছে নববধু রোদ ঢুকেছে সুধারানীর ঘরে। রোদ পড়েছে ঝিলের গায়ে সোনালী আঁশে রোদের নিমন্ত্রণ। রোদ হেসেছে ফুলের গায়ে শুকনো পাতায় রোদের কলঙ্ক, রোদ ঢুকেছে বাগানে পাতার ফাঁক গলে কিশোরী রোদে চুল খুলেছে খেয়ালের বশে। সবখানেতে রোদের খেলায় মত্ত মধ্যাহ্ন। এইতো সময় রোদে পুড়বার এইতো সময় রোদে পোড়াবার। তবু আমি পুড়ছি নিজে নিজের রোদে। আপন স্রোতে চলছে ধেয়ে মধ্যাহ্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।