সৌরলোকে আমি অবিন্যাস্ত চুলের দৃঢ় প্রত্যয়ী সংগ্রামের প্রতীক ঝকঝকে দিনের উজ্জ্বল যুবক, রাত গাঢ় হলেই আমি আদিম কৃষক সৌরভূমির কর্ষিত বুকে যার ফলন্ত শস্যের ক্ষেত, উন্মাদ পুরুষের কুত্সিত কামনাকে যে রূপ দেয় কালজয়ী শিল্পে | সৌরলোকে আমি মুক্তির স্লোগানে ফেঁটে পড়া বিক্ষোভ স্বৈরাচারীর ভৃত্তিমূল কাঁপিয়ে দেওয়া পরমাশ্চার্য বিষ্ফোরক, রাত গাঢ় হলেই আমি উত্তাল সমুদ্রের কালো জলে রূপালী বালু মহাকাল যাকে ভাসিয়ে নিয়েছে তার জন্য রচনা করি মায়াবী দ্বীপ | সৌরলোকে আমি দুর্ভেদ্য অজেয় পর্বত অষ্টাদশীর হৃদয় চেড়া দীর্ঘশ্বাস, রাত গাঢ় হলে ই আমি এক অন্য মানব, যে পৃথিবীকে কাছে চাই খানাখন্দ সাঁকো সুড়ঙ্গ পেড়িয়ে খুঁজতে থাকে উষ্ণতার মন্দির | সৌরলোকে আমি মৃত্যু ভয় তুচ্ছ করে লুকায়িত গুপ্তধনের সন্ধানে সমুদ্রে ঝাপিয়ে পড়া সুদক্ষ প্রেমিক, রাত গাঢ় হলেই আমি অন্তঃসার শূণ্য যৌবনের ধরে রাখা এক স্থির চিত্র কবিতার উপেক্ষিত রুগ্ন পুরুষ |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।