আমাদের কথা খুঁজে নিন

   

অশনি সংকেত

কে যেন আমাকে বলেছিল, ’প্রেম মানে অশনি সংকেত’, আমি স্মিত হেসে বলেছিলাম, ‘ভালই’, ফিজিক্সের চৌম্বক আবেশ পরতে পরতে যখন মাথার তারগুলো একটি আরেকটি্র সাথে জড়ি্য়ে যাচ্ছিল, তখন কোন এক স্যামুয়েল মোর্স টেলিগ্রাফিক সংকেত দিয়ে আমার শরীরটাকে মৃদু স্পন্দনে আলোড়িত করল। পূর্ব বিষাক্ত অভিজ্ঞতাকে শুষে ফেলে ত্রস্ত পদক্ষেপে এক নিশাচর জীবে পরিণত হবার সিদ্ধান্ত নিলাম। কে যেন আমাকে বলল, ‘প্রেম মানে আসলেই অশনি সঙ্কেত’, আমি স্মিত হেসে আবারও বললাম, ‘ভালই’। এই জবাবে বিরক্ত শ্রোতা আমার দিকে পিঠ ঘুরিয়ে চলে গেলেন। আমি নিশ্চুপ তার জবাবে ভাবলাম বিষাদগ্রস্ততা আর তাচ্ছিল্যের মধ্যে পার্থক্যটাও বুঝলে না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।