আজ কয়েকদিন যাবৎ ধারাবাহিকভাবে পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠছে। ঘুষ কিংবা দাবিকৃত চাঁদা না দেয়ার অপরাধে একাধিক থানায় নিয়ে একাধিক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা করেই থেমে থাকেনি জনগনের বন্ধু বলে দাবিদার পুলিশবাহিনী, তারা মৃত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ঘটনা আড়াল করার জঘন্য চেষ্টাও করছে যা ভাবলে যে কোন ব্যক্তির গা শিউরে উঠার কথা! দিনকে দিন পুলিশ বেপরোয়া হয়ে উঠছে! এই তো সে দিন বিনা উস্কানিতে জনাব মির্জা আব্বাস সাহেবের বাসায় র্যাব-পুলিশ যে তান্ডব চালিয়েছে তা কি সমর্থন যোগ্য? মির্জা আব্বাস সাহেবের মতো একজন বড়মাপের নেতার যদি হয় এই দশা তাহলে অন্যান্য চুনোপুঁটিরা যে কি দশায় আছে তা তো খুব সহজেই অনুমেয়! পুলিশ কারো কারো মিছিল-মিটিং ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আবার কারো কারো মিছিল-মিটিং হায়েনার হিংস্রতায় দমন করে দিচ্ছে! দেশে পুলিশের ড্রেসে গুপ্ত হত্যা চলছে! কী সাংঘাতিক ঘটনা! এ সব কিসের আলামত?? তথাকথিত সুশীল সমাজের গণতন্ত্রের ধ্বজাধারিরা আজ কোথায় যারা কথায় কথায় জনগনকে গনতন্ত্রের সবক দিতেন? যারা বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হতে চলেছে বলে, বকবক করে মুখে ফেনা তুলতেন? আরে ভাই, রুটি তো কুলি-মজুররাও কামায় করে! ঐটার জন্য কি মুখে এভাবে কুলুপ মেরে দিতে হবে নাকি? রুটি আর মুগুড়ে তো সারমেয়রা চুপ থাকে! সুশীলরা নয়!!!
দাদার ঘোড়া দাদাকে চড়ে! এটি গ্রাম্য বচন হলেও ঢাকা শহরেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়েরা দাদার ঘোড়া দাদাকে চড়ার মজা টের পেয়েছেন! সুতরাং ঘোড়াকে অন্যায়ভাবে প্রশ্রয় না দিয়ে, অবৈধ কাজে ব্যবহার না করে এর লাগাম টেনে ধরতে হবে। আইনের পরিধির মধ্যেই এদের বিচরণ সীমাবদ্ধ রাখতে হবে। এতে কল্যাণ হবে সকলের। হিংসা, প্রতিহিংসা, জিঘাংসা, প্রতিশোধপরায়নতা আর অন্ধ ক্রোধের উপর ভর করে দেশ চালালে আখের মঙ্গল হবে বলে মনে হয় না। ইতোমধ্যে অমঙ্গলের আলামত চট্টগ্রামে আমরা প্রত্য করেছি। হিংসা - প্রতিহিংসার দ্বারা মেথর পট্টির তাড়িখোরদের মতো কাইজ্যা-ফ্যাসাদের জন্ম দিয়ে একটি কলহপূর্ণ পরিবেশের জন্ম দেয়া যায়, কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করা যায় না। যত তাড়াতাড়ি আমরা এ সত্য উপলব্ধি করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কল্যাণ সাধিত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।