আঃ ! মরণ। তমসার জলে।
আমার কফিন।
মরদেহ ভ্রমণে যায় মজিদ কাকার বারান্দায়
ঘুমানো মরারখাট-এ
পেছনে দু’জন বাঁশফুল
দু’জন শোকের চাদর
মরদেহ নিয়ে যাচ্ছে মরার খাট
পেছনে দু’জন ধাবমান; জাতিস্বর
বিহঙ্গের উড়ে যাওয়া; কোলাহল ঘোর
না-কবর না-দাহ উদ্দেশ্যে চলেছে মরারখাট
পেছনে ক’জন অপমানিত মাস্টার, ক্লাসরুম ছারখার
ব্রোঞ্জ-ঈগলের দৃষ্টি চোখে অনুতাপ নিপতন
প্রাণহীনদেহ নিয়ে চলেছে মরারখাট
পেছনে দু’জন কবি, চারটি নীল চোখ
চেয়ে থাকা অসমাপ্ত প্রথম পাণ্ডুলিপি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।