আমাদের কথা খুঁজে নিন

   

গণমাধ্যমের ওপর খড়্গ গণতন্ত্রের অশনি সঙ্কেত



বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রশাসনের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি প্রকাশ করাই গণমাধ্যমের কাজ। আমার দেশ পত্রিকায় তৌফিক-ই-এলাহী ও সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রকাশ্য জনসভায় মন্ত্রীদের হুমকি এবং হামলার ঘটনা জাতিকে গ্লানির মধ্যে ফেলে দিয়েছে। এ ব্যাপারে সরকারের আচরণ জাতিকে বাকশালি শাসনের কথা মনে করিয়ে দিয়েছে। তিনি বলেন, গণমাধ্যমের ওপর এ খড়গ গণতন্ত্রের জন্য অশনি সঙ্কেত। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বার্থেই সরকারি দলের এ হামলা-মামলা রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

আমার দেশ পত্রিকার সম্পাদককে হুমকি, বিশেষ প্রতিনিধির ওপর হামলা ও অব্যাহত মামলার প্রতিবাদ জানাতে স্বাধীনতা ফোরাম গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির নতুন স্থায়ী কমিটির এ সদস্য। স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের রহমাতুল্লাহর সভাপতিত্বে মানববন্ধন শেষে আরও বক্তৃতা করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা, ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবদুল মবীন, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, লেবার পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান, স্বাধীনতা ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম, ন্যাশনাল ইয়ুথ ফোরাম সভাপতি মোঃ সাইদুর রহমান, স্বাধীনতা ফোরাম নেতা ইশতিয়াক আহমেদ বাবুল, ইলিয়াস আলী, এবিএম খালিদ হাসান প্রমুখ। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্রক্ষমতায় আসে, তখনই গণতন্ত্রকে বিপন্ন করতে সংবাদপত্র ও বিরোধী দলকে নিশ্চিহ্ন করার উগ্যোগ নেয়। এবার জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী এ সরকারকে কীভাবে উত্খাত করবে।

শফিউল আলম প্রধান বলেন, সরকারের কাছে প্রশ্ন—আর কতদিন সংবাদপত্রের স্বাধীনতার জন্য রাজপথে থাকতে হবে। গণমাধ্যমের ওপর যে আঘাত করা হচ্ছে, তা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের হুমকি হিসেবে দেখা দিয়েছে। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ১৯৭৫ সালেও বাকশালিরা সংবাদপত্রের ওপর আঘাত হেনেছিল। আবার শুরু হয়েছে আওয়ামী লীগের বাকশালি আচরণ। আমাদের ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলেন, তাই আওয়ামী লীগ নেতাকর্মীরা তার ওপর আক্রমণ করছে। সরকারকে বলতে চাই, সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্রের ওপর হামলা। দেশবাসী এ হামলা প্রতিরোধ করবেই। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.