আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনুক

Dream Today,Create Tomorrow........

বদলাতে চাই না তবুও বদলে যাই নিজের অজান্তে সময়ের ছলনায় নিজকে হারাই খুব কষ্ট লাগে মানতে......... তবুও বদলাই,বদলে যেতে হয় এই বুঝি ধরনীর আদি রীতি নিত্যদিন বদলে গিয়ে জন্ম দেই, কত শত স্মৃতি............. নিজকে নিজে বুঝতে চাই তবুও কেন জানি ঠিক বুঝে উঠতে পারিনা এই আমি কারও কাছে চমৎকার আবার আমাকেই কারও সহ্য-ই হয় না। ঝিনুকের বুকে মুক্ত লুকিয়ে যেমনি করে দিন পার পাঁজর ঝিনুকে তিলে তিলে গড়েছি আমার সুখ-দুঃখ আর মায়ার সংসার। এই ধরনীর প্রেমময় মহামায়া আমি জড়িয়ে গিয়েছি তার বেড়াজালে বুঝিনি আমি হয়তো....... আমায়ও বুঝেনি কেউ তবুও যাচ্ছে সময় চলে। শুধু একটাই প্রার্থনা তোমার দরবারে আজব তুমি গড়েছো সব, তোমার ইচ্ছেমতো দু'হাত ভরে ভালোবাসার মাঝে বাঁচিয়ে রেখো আমায়, যখন হব স্মৃতি ঝিনুকের বুকে মুক্তো যেমন মানব হৃদয়ে করো আমার বসতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।