আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনুক ও মানবী

শেষ বলে কিছু নেই

একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল টেনে গেল ঘাটে আর অবিশ্রান্তভাবে খালুই ভ’রে নিল অগ্রায়নের আকুল আস্বাদে জীবন ভালোবেসে আকাশ কুঁজো হয়ে আসে- জমিনের ঘাসে ঘাস ফড়িং পৌষের শীত-নিবিড়তায় শিশিরে-কামনায় ঘর বাঁধে মানুষ এবং ঘাস ফড়িং মাঘের রদ্দুরে সময়-সরণী ধরে হেঁটে যায়; কোন এক বিকেলের কিণারে দাঁড়ায়ে তারা জীবন বদলায়... জীবন বদলায় পথ ও পথিক নকুল ও নক্ষত্র; কবিতা বদল করে ছন্দ ও ছত্র... একজন মানবী সন্ধ্যা থেকে ভোর রাত অব্দি শরীর বেঁচে ক্লেদ আর ক্লান্তিতে পকেট ভ’রে নিল কাঙ্ক্ষিত মুদ্রায় জীবন ভালোবেসে ফেনা তোলে সমুদ্র-ঢেউ- ঝিনুকের বুকে জমে ওঠে ভালোবাসার বিষমুক্তো- কে তারে শোধরায়? প্রকৃতি জীবনমুখী, জীবন ফাল্গুনি চৈত্রের বুকের ভেতর নক্ষত্রের ধুলো ঝিনুক ও মানবী জীবন বদল করে বিষে বিষে নীলকণ্ঠ হলো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।