মাসখানেক আগে শেষবারের মতো হুমায়ন আহ্মেদ যখন দেশে এসেছিলেন, তখন এক সাক্ষাৎকারে আমাদের দেশের সম্ভাবনা নিয়ে বলেছিলেন -
. . . . দেখুন, তাহলে তো বিজ্ঞানে ফিরে যেতে হয়। কি যেন একটা জিনিসের নাম বলে বলেছিলেন- সেখানে অবস্হা খারাপ থেকে আরো খারাপ হয়, আরো খারাপ হয়। খারাপ হতে হতে একসময় উল্টোপথে ভাল হওয়া শুরু করে। তখন শুধু ভালই হতে থাকে। সুতরাং, আমাদের এত হতাশ হওয়ার কারণ নেই।
পরক্ষণেই বলেন-
বীজতলা চিনেন তো? ওখানে শুধু চারা উৎপাদন করা হয়। তারপর সেই চারা সেখান থেকে তুলে বিভিন্ন স্হানে রোপণ করা হয়। বাংলাদেশ হচ্ছে সেই বীজতলা। দেখেন পৃথিবীর অনেক দেশে আমাদের ছেলেমেয়েরা অনেক ভাল ভাল কাজ করছে। আমি তো মনে করি একদিন সমগ্র পৃথিবীটা বাংলাদেশের লোকজনই চালাবে।
সালাম ও শ্রদ্ধা তোমায় আমাদের এ ধরণের স্বপ্ন ও সাহস দেখানোর জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।