অভ্র, যুগান্তকারী বাংলা লেখার সফটওয়ার। জটিল কিবোর্ড লেআউট মুখস্থ করতে না পেরে যারা বাংলা লেখাকে ভুলতে বসেছিলেন, বিদেশী ভাষায় চালিয়ে যাচ্ছিলেন বাংলা লেখা, তাদের জন্য, আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ফ্রি সফটওয়ার অভ্র। অভ্রর সহজবোধ্য লেখার উপায় ও ইউনিকোড ভিত্তিক ফন্টের কারণেই আজকের ব্লগিং জগতে বাংলার এই সদর্প পদচারণা। এই গ্রুপটিতে আমরা অভ্র নিয়ে কথা বলবো, অভ্রর এই সঙ্কট মুহূর্তে প্রিয় সামহয়ারইন ব্লগের ব্লগারদের কণ্ঠে ধ্বনিত হবে - "ভাষা হোক উন্মুক্ত"। অনেকটা খেলাচ্ছলেই একটা গ্রুপ খোলা যেখানে মুভি দেখে আমরা অনুভূতি শেয়ার করা শুরু করি।
তখনো কোন লক্ষ্য ছিল না। আসলে আমি তখনো যুক্তই ছিলাম না। পেশায় ভাসমান হওয়ার কারণে দেশে আসার পরে বন্ধুদের সাথে যুক্ত হই। তারপরে কিছুদিন পরে লক্ষ্য করি প্রতিনিয়ত মুভি দেখার পাশাপাশি আমরা "ক্ষুদ্র মুভি" মানে শর্ট ফিল্মে র দিকেও আকর্ষণ অনুভব করছি। একই সাথে প্রায় অনেক গুলো ফিল্ম দেখার পরে একদিন আড্ডায় গল্পে গল্পে "ভিকি" জানায় তার মাথায় একটা দারুণ আইডিয়া আছে।
সেটা নিয়ে কাজ করা যায়। সাথে সাথেই ঠিক হয় ক্যামেরা। কারোই নিজস্ব ক্যামেরা না থাকায় বন্ধুর বন্ধুর কাছ থেকেই যোগার। এবং পরদিনেই স্যুট। মোটামুটি এইভাবেই শুরু এবং শেষ হয় আমাদের প্রোডাকশনের প্রথম কাজ।
"THE DISGUISE"।
ইউটিউবের লিঙ্কঃ Click This Link
তারপরে আপনাদের সকলের উৎসাহে আবারো নতুন উদ্যমে নতুন কিছু করার আশায় আবার শুরু করি আরো একটা ফিল্মের কাজ। যার নাম Verdict - A story of life or death (2012) রচনা ও পরিচালনায় এইবার আরমান। তবে এইবার ইউটিউব বন্ধ থাকার কারণে যথেষ্টই সমস্যা হয় মানুষের কাছে পৌছে দিতে। কিন্তু এই প্রতিকুলতা কি আর থামিয়ে রাখতে পারে তাই ফেসবুকেই আপলোড করে ফেলা হয়।
যারা এখনো দেখেন নি তাদের জন্যে লিঙ্কঃ Click This Link
তারপরে আবারো ভিকির আরো একটা শর্ট ফিল্ম "অপেক্ষার নির্বাসন" এ পুরো প্রোডাকশনের কাজে সাহায্য করি আমরা। মুভি পাগলের ৩ নং প্রডাকশনের এবং এটি সিনেমা পিপলসের ব্যানারে ৫নং প্রজেক্ট। অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন "অপেক্ষার নির্বাসন" যার এডিটিং এর কাজ চলছে।
এবার আসি আমাদের ৪র্থ ও ৫ম প্রজেক্ট যা অতি শীঘ্রই শুরু করতে যাচ্ছি। ৪র্থ ফিল্ম "পরিণতি" যার পরিচালনা ও রচনায় এইবারো আরমান।
আর ৫ম প্রোজেক্ট এর নাম "কর্মফল"। এটির পরিচালনা করবেন ইহতিশাম টিঙ্কু ভাই। আগামী ২৩-২৬ তারিখের মাঝেই স্যুটিং এর কাজ শেষ হবে। আশা করি ভাল কিছু উপহার দিতে পারবো আপনাদের।
আমাদের সাথে যারা শুরু থেকে এখন পর্যন্ত ছিল আসলে যাদের ছাড়া আমরা এই পর্যন্ত আসতেই পারতাম না তাদের আবারো ধন্যবাদ জানাচ্ছি।
তারা হলঃ
আসিফ রেমান আরমান, আইয়ুব সর্দার রিয়ন, নিয়াজ মোর্শেদ, ভিকি জাহেদ, ফেরদৌস মাহমুদ তানভীর, ওয়াসি-উর-মৃধা, মুক্তাদির শুভ্র, সাব্বির আহমেদ, নুসায়ের নিটোল, দীপন রায়, নাজমুল হাসান মজুমদার সজিব, মুহাইমেনুল হাসান তুষার, অভি জিবরান সহ আরো অনেকেই। আর ব্লগীয় মাস্টার সাহেবের কথা তো আলাদা কইরা বলার কিছুই নাই। উনি সকল বিষয়ে সব সময়েই উৎসাহ ও সাহায্য করার চেষ্টা করেছেন আশাকরি সামনেও করবেন।
আর হ্যা, সময় হলে আমাদের পেইজটি ঘুরে দেখতে পারেন। খারাপ লাগবে না আশা করি।
লিঙ্কঃ https://www.facebook.com/moviepagol
আর অনেক্ষণ ঘ্যানর ঘ্যানর করে বিরক্ত করার জন্যে দুঃখিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।