আমার আমার বলে চিৎকার করে মরি; আমার বলে তো কিছু নাই! শূন্য হাতে এসেছি ধরায়; শূন্য হাতেই যাই! তবুও, স্বপ্ন দেখি বাঁচব বলে; অনেক কিছুই চাই! চোখের তারায় স্বপ্ন আমার; চোখ খুললেই নাই! জীবন তবু আঁধার ঘরেই; সম্ভাবনা নাই! দীপ্তি মোরে করেছিল মায়া; মুহুর্তে পুড়ে সব ছাঁই! ঘুমপরী একদা এসেছিল ছুটে; চঞ্চলা হাওয়া হয়ে! কালবৈশাখীর উত্তাল হাওয়া; বিমর্ষ আমি ভয়ে! শূন্যালোকে ভাসছে সময়; হাসছে পতিত পাবণ! বৃথাই আমার রাত্র-যাপন; করে না কথা শ্রবন! বাদলা দিনে একলাই ভিজি; কাঁদি আমি প্রানভরে! আমার চলায় পথও ভুলে যায়; অন্ধকারের পরে! সকাল হলে কর্ম জীবন; বিকেল পোঁড়ে মর্মে! রাত্তিরেতে ভাবছি তোমায়; স্বপ্ন পথে হাটবে? স্বপ্ন দেখছি, স্বপ্নই দেখব, ভাববো না আর মিছে; আমার জীবন রিক্ত থাকুক, তাকাবো না তবু পিছে। (একটা কথা না বললেই নয়! সামুতে একজন ইউজার আছেন যার আইডি স্বপ্নবাজ! খুবই ভালো লেগেছিল আইডি টা! নামকরণ তাকেই দিয়ে করেছি সঙ্গত কারনে উৎসর্গ তাকেই করলাম!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।