আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নবাজ

এতোকাল এই চরাচরে বসতি ছিলোনা কোন ধূ ধূ মাঠে হট্টগোল বাঁধায়নি কোন পাড়া-গাঁ তাই বুঝি একা পথের শুরু থেকে শেষ জানা ছিলো। হলুদ পাখি'র চোখে স্বপ্ন খোঁজেনি কোন স্বপ্নবাজ প্রান্ত আগলে দাঁড়িয়ে থাকা সেই তরুণীকে ভুলে। তাই অকৃত্রিম ছিলো ধূসর বিকেল ফেরিওয়ালা'র ব্যাগ থেকে বিচ্ছুরিত লাল-নীল রঙ এ তাই হয়ে যেত দিনমান সবুজাভ উদ্যান। এই প্রলয়ের কালে স্বপ্নেরা উড়ে যায় পাখি থেকে পাখি'র পালকে ... ফুলে ফুলে ঘুরে হয়না তো স্থির তার তোলপাড় বসতি ফ্যাসাদে ডোবে পুরো ঘূর্ণ্ন ধূ ধূ মাঠ হয়ে যায় ফসলের ক্ষেত আর- পথ থেকে পথে হলুদ পাখি'র চোখে ঠাঁই নেয় স্বপ্নবাজ। সবকিছু হেরে যায়, হারায়না তবু সেই তরুণীর মন, জীবনের আগে আগে চলে যায় সে, মরণের সাথে বাজি হেরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.